Daily Rashifal 7 December 2018: টাইম মেশিনে চেপে একটু সময় ভ্রমণ করতে কার না ভাল লাগে? ভবিষ্যৎ দেখতে কার না সাধ হয়? আবার অনেক দূরের ভবিষ্যৎ জানা যদি নাও যায়, সকাল সকাল যদি জেনে নেওয়া যায়, সারাটা দিন কেমন যাবে? মন্দ হয় না তো।
তবে যে যাই বলুক, সারা দিনের ভালো থাকা মন্দ থাকা কিন্তু মূলত নির্ভর করে আপনার ওপরেই। তাও জ্যোতিষ শাস্ত্র কী বলে, দেখতে তো ক্ষতি নেই। দেরি না করে ধোঁয়া ওঠা চা-এর কাপে চুমুক দিয়েই চোখ বুলিয়ে নিন চটপট।
মেষ- বুধ আপনার যোগাযোগের রাস্তা তৈরি করেছে। এই সপ্তাহে আয় ও ব্যয়ের সমতা থাকায় সঞ্চয় হবে না। ব্যবসা ক্ষেত্রে ততটা লাভ হবে না। লটারিতে প্রাপ্তি হতে পারে। এ ক্ষেত্রে অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যত সমৃদ্ধির পরিকল্পনার সময় এসে গিয়েছে।
বৃষ- আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। আপনার গুরুত্ব বাড়বে। অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় বিভ্রান্তি দেখা দিতে পারে। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প।
মিথুন- আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা। চাকুরিক্ষেত্রে সবকিছু আপনার অনুকুলে এসেছে কি না তা বুঝবার চেষ্টা করুন। উপার্জন নিয়ে সমস্যা নেই। ব্যবসা ক্ষেত্রে শুভ। প্রেমের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা রয়েছে।
কর্কট- মানসিক শান্তি বিঘ্নিত হবে। তাছাড়া শরীর সুস্থ থাকবে। চলাফেরায় সাবধানতা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে একে অপরের থেকে দূরে সরে থাকতে হতে পারে। তবে বিচ্ছেদের সম্ভাবনা নেই। বিবাহিত জীবন শুভ। এই সপ্তাহে অর্থকরী কোনও বাধা নেই। বুঝে খরচ করলে ঋণ হবে না। ব্যবসা ক্ষেত্রে বিশেষ কোনও সমস্যা নেই।
সিংহ- সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন, তবে সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে। অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার শুরুর সময়টা ভুলতে ভয় পাচ্ছেন।
কন্যা- আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দিতে সাহয্য করবে, পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে যোগাযোগ হলেই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে।
তুলা- দিনটি মিশ্র যাবে। চাকুরি ক্ষেত্রে খুব সাবধানে কথা বলুন। হিসেব করে খরচ করবেন যাতে দিনটি স্বাচ্ছন্দ্যে কাটে। ব্যবসা ক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন। বিবাহের দিক শুভ। আজ বিলাসিতা বা সম্ভোগ সুখের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। উচ্চ শিক্ষায় বাধা থাকলেও নিম্ন বিদ্যায় অগ্রগতি।
বৃশ্চিক- বিদেশে যারা থাকেন তাদের আনন্দের সময়। দুপুরের পরে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। সহকর্মীর খারাপ ব্যবহারে কর্মস্থানে বিরক্তি ভাব থাকবে। আপনার নতুন কিছু কেনার আগ্রহ থাকবে। উপার্জনের হার বৃদ্ধি পেতে পারে। তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে।
ধনু- কর্ম স্থানে কোনও নতুন যোগাযোগের সম্ভাবনা। শত্রুর জন্য ভয় ভাব বাড়তে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যায় হতে পারে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। ব্যবসায়ে খুব ভাল সাফল্যের যোগ । তবে কোনও কারণে অর্থ ক্ষতি সম্ভবনা। শত্রুর বিষয় একটু সাবধান থাকুন। এই সময় কোমরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।
মকর- সমস্যার সামাধানের জন্য গুরুজনের সাহায়্য পাবেন। এই মাসে সুরক্ষা ব্যবস্থার জন্য আলোচনা । মধ্য ভাগে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি। সন্তানের কোনও দরকারি কাজের ব্যবস্থা । ব্যবসায়ের ক্ষেত্রে শুভ।সঞ্চয় কম হবে। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তার সঙ্গে লড়তে হবে, ফলস্বরূপ আপনার অবস্থান আরও দৃঢ় হবে এ ক্ষেত্রে।
কুম্ভ- পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাড়ির লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে। চোখের ব্যাপারে একটু সাবধান থাকুন। বন্ধুর সঙ্গে দরকারি আলোচনা। আজ সারা দিন মনে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সন্তানের আচরণে বদল লক্ষ্য করবেন।
মীন- আজ বিশেষ কোনও কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন। স্ত্রীর কোনও বিষয়ে সন্দেহের জন্য দাম্পত্য কলহ বাধতে পারে। বাড়িতে নতুন যানবাহন কেনার পরিকল্পনা। হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে।