Ajker Rashifal 5 January 2019: ছুটির মেজাজ কেটে গিয়েছে, নটা দশটার বেড়াজালও ঘিরে ধরেছে আপনাকে। এদিকে হ্যাপি নিউ ইয়ারের রেশ কাটতে না কাটতেই এসে হাজির উইকএন্ড। এই সময় বুক মাই শো ছেড়ে নিশ্চই রাশির চক্রব্যূহের দিকে চোখ দিতে ইচ্ছা খুব একটা থাকে না কারও। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব নিকাশ কি আর থেমে থাকে, তাঁদের হিসেবে প্রত্যেক দিনের সঙ্গে নাকি নিদারুণ জড়িয়ে আছে ভাগ্যের ওঠাপড়া। শনিবারে আপনার ভাগ্যে কী কী মিলতে পারে জ্যোতিষশাস্ত্র মতে, তা চোখ বুলিয়ে নিন এই বেলা। দেখুন কী বলছে রাশিফল।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
সন্তান নিয়ে স্ত্রীর সঙ্গে কোনও কারণে বিবাদ বাধতে পারে। সঙ্গীতচর্চায় প্রচুর অগ্রগতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জটিলতা কাটিয়ে ওঠা মুশকিল। ভ্রমণে গিয়ে বন্ধুর সঙ্গে অশান্তি বাধতে পারে। খেলাধূলায় মান সন্মান বৃদ্ধি। শরীর স্বাস্থ্য ভাল যাবে না। অকারণ ভয় ত্যাগ করুন। সমাজসেবামুলক কাজের স্বীকৃতি পেতে পারেন। নতুন কোনও দায়িত্ব ঘাড়ে চাপতে পারে। ঘরে শান্তি থাকবে। প্রেমের জন্য ভাল দিন।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
এই রাশি জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা-বাণিজ্যে কিছু অগ্রগতি আশা করতে পারেন। কর্মস্থলে কোনও গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন। আত্মীয়ের সাহায্যে কোনও কাজের যোগাযোগ আসতে পারে। গুরুজনদের নিয়ে দুশ্চিন্তা বাড়বে। চাকরির স্থানে কোনও চাপ।শুভ রং সবুজ, শুভ সংখ্যা ২।
মাঝেরহাটের ভাঙা সেতু ভাঙতে ৪০ ঘণ্টা বন্ধ চক্ররেল চলাচল
মিথুন (২২ মে – ২১ জুন)
আজ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কোনও আত্মীয়ের অসুস্থতার সংবাদ পেতে পারেন। চাকরিজীবীরা আর্থিক বদনামের বিষয়ে সতর্ক থাকুন। ব্যাংকে কর্মরতদের দিনটি ভালো যাবে না। উচ্চ চাপের রোগীরা সতর্ক হতে থাকুন। বাড়ির কাজের লোকের উপর বেশী নির্ভর করা ঠিক হবে না।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালই যাবে। ব্যবসায়ীগণের পক্ষে বেশি ঝুঁকি নেওয়া ঠিক হবে না। অনেকের কাছেই আটকে থাকা টাকাপয়সা আদায় করতে হিমশিম খেতে হবে। হয়তো বা সব টাকা আদায় না-ও হতে পারে। ঋণ নিয়ে কিছু আলোচনা হতে পারে। বাড়িতে কোনও দূরের অতিথি আসার যোগ।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি তুলনামূলক ভাল যাবে। সুদ থেকে আয় বৃদ্ধির চিন্তা ভাবনা করতে পারেন। প্রশাসনিক দায়িত্ব আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নতুন বছর আপনার বেশ ভালোই কাটবে। বৃহস্পতি ও রবির যোগ থাকায় পরিবারে শুভযোগ বজায় থাকবে। পরিশ্রমের বিকল্প নেই এটা মনে রাখুন।
কলকাতার বুকে আরও একবার জাল নোট চক্রের হদিস
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আপনার আজকের দিনটা শুভ। মানসিক স্থিরতার ওপর জোর রাখুন। ১০.৪৫ থেকে ১২.৫০ এর মধ্যে অর্থ বিনিয়োগ করুন। অর্থের ব্যাপারে খুব ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসার দিকে খুব ভাল অর্থ আসবে। চাকরির স্থানে কোনও বাধা থেকে মুক্তিলাভ। উন্নতির জন্য ভাল বছর। সঞ্চয় মধ্যম।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি সকালের দিকে ব্যয়বহুল হবে। প্রিয়জনের সঙ্গে সমস্ত মনোমালিন্য মিটে য়াওয়ার সম্ভবনা রয়েছে। ঝামেলার সম্ভবনা রয়েছে। পেটের কোনও সমস্যার জন্য আজ আপনার খাবারে অনিহা আসতে পারে। আজ সমাজসেবায় কিছু দান করতে ইচ্ছে করবে। সহকর্মী আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। উচ্চাকাঙ্খা আজ বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
এই রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। সকালের দিকে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। সময় কিছুটা প্রতিকূল হতে পারে। পাওনাদারের কারণে বিরক্ত বোধ করতে পারেন। পুলিশি হয়রানি বা গ্রেফতার থেকে সতর্ক হতে হবে। কোনও পাওনাদার নিয়ে বিবাদ হতে পারে।
দিদি-মোদীর দল ছেড়ে রাজ্যে কংগ্রেসে ঢোকার হিড়িক, দাবি 'ছোড়দা'র
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ অর্থাগমের যোগ আছে। অপরের কোনও ভাল কাজে আজ আপনার হিংসা হতে পারে। আজ ব্যবসায় কোনও বিষয়ে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজের কথাবার্তা সংযত করে সংসারে চলবেন। সঠিক কোনও বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজকের দিনটি আপনার ভাল যাবে না। আধ্যাত্মীক ধর্মীয় কাজে অগ্রগতি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনও পরীক্ষায় অংশ নিতে পারেন। শিক্ষাক্ষেত্রে শিক্ষক বা আধ্যাত্মিক ব্যক্তির সাহায্য পেতে পারেন। আজ অর্থাগমের যোগ আছে। বেকাররা চাকরির খবর পেতে পারেন। প্রিয়জনের বিবাহ স্থির হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কুম্ভের জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। ধীর-স্থির ভাবে সব কাজ করুন। কোনও ভুলের জন্য বেশ অর্থদণ্ড দিতে হতে পারে। অর্থ রোজগারে বন্ধুর সাহায্য ও পরামর্শ পাবেন। বেকারদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে। চাকরিজীবীদের কাজে বারংবার হয়রানির আশঙ্কা। সরকারি চাকুরেদের কাজে সতর্ক হতে হবে। রাজনৈতিক নেতাকর্মীদের শত্রুতার কারণে কাজে বাধা-বিপত্তি দেখা দেবে।
রাম মন্দির মামলার শুনানি শেষ আধ মিনিটে
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মীনের জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সির ব্যবসায় অগ্রগতি আশা করা যায়। তবে প্রবাসীরা কর্মক্ষেত্রে কোনও জটিলতার সম্মুখীন হতে পারেন। এই সময় পরিবারের জন্য খুব ভাল বছর বলে গণ্য হতে পারে। ভাই-ভাই কোনও বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। স্ত্রী ও সন্তানের সঙ্গে খুব ভাল সম্পর্ক থাকবে।