/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/horoscope-rashifal.jpg)
কেমন কাটবে আজ? জেনে নিন রাশিফল।
ধনু
অর্থের আগমন ভালই থাকবে। প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক আস্থিরতা কাজের ক্ষতি করতে পারে। সংসারে সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা।
মকর
এই সপ্তাহে শত্রুর দ্বারা কোনও ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে। স্বামী, স্ত্রী যৌথ চেষ্টায় সমস্যার সমাধান। বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে। শরীরের কোনও ক্ষত চিন্তা বাড়াতে পারে। আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন।
আরও পড়ুন: পড়ুয়াদের চাপে কমতে পারে প্রেসিডেন্সির কাউন্সেলিং ফি
কুম্ভ
চিন্তা বাড়তে পারে। বিদেশে বন্ধুর খবর না পেয়ে চিন্তা। আপনার প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করায় ক্ষতি হতে পারে। কোনও ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন।
মীন
আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুকক্ত।
আরও পড়ুন: ভারী বৃষ্টির আগেই কলকাতার নিকাশি ব্যবস্থা পরিষ্কারে তৎপর তৃণমূল ও বিজেপি
মেষ
অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে। নিজের কলাকুশলীতে ব্যবসায় অগ্রগতির আভাস। পুরনো পাওনা আদায়ে বেগ পেতে হবে। কর্মের জায়গায় হিসাব নিয়ে অশান্তি। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন।
বৃষ
নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। প্রিয় জনের কাছে থেকে অনেক ভালবাসা পেতে পারেন। সকাল দিকে দাঁতের যন্ত্রণা বাড়বে। ঠাকুরের কাজের জন্য দান করে আনন্দ।
আরও পড়ুন: তৃণমূল-বিজেপি উভয়ের ‘দখলেই’ পুরবোর্ড! আস্থা ভোট ঘিরে বনগাঁ পুরসভায় লঙ্কাকাণ্ড
মিথুন
প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। বন্ধুর জন্য রাগ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের জন্য আনন্দ। পেটের কোনও সমস্যা হতে পারে।
কর্কট
মিথ্যা কোনও কাজে বদনাম হতে পারে। কর্মস্থানে কোনও একটা কাজ নিয়ে একটু চাপ বাড়তে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে।
সিংহ
মনের মতো মানুষের দেখা পাবেন। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।
আরও পড়ুন: বহিরাগতদের দাপট, কাঠ-মানিতে নাজেহাল যাদবপুর
কন্যা
কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প। দুপুরের পরে ভাল খবর আসতে পারে। আজ বাড়ির বাইরে কোনও ভোগান্তি হওয়ার যোগ। সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি।
তুলা
বন্ধু নিয়ে কোনও বিবাদ। আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। আপনার গুরুত্ব বাড়বে। আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা।
বৃশ্চিক
সংসারের ব্যাপারে অধিক ব্যয় বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। বাড়িতে অনেক বন্ধু নিয়ে আনন্দ।