Advertisment

Ajker Horoscope 25 July, 2019: কেমন কাটবে দিন? পড়ুন রাশিফল

Ajker Rashifal in Bengali, Today's Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: কতটা সংযত হবেন, কী কী বিপদ আসতে পারে, জানতে হলে পড়ুন রাশিফল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মেষ

Advertisment

সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন বিষয় থেকে সচেতনভাবে এড়িয়ে চলুন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। ভাগ্যোন্নয়নে বিশেষ কারো দিকনির্দেশনা পেতে পারেন।ব্যস্ততার মাঝেও কিছু সময় রাখুন পরিবারের জন্য। ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি দূর করে নিজ দায়িত্বে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করুন।নতুন কাজে হাত দেওয়ার আগে পুরোনো কাজগুলো ভালোভাবে শেষ করে নিন।

বৃষ

সন্তানের বিষয়ে বাড়তি যত্নের প্রয়োজন হতে পারে। শিক্ষার্থীরা রুটিন অনুসরণ না করলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন কঠিন হতে পারে।

আপনার চাওয়া-পাওয়ার মাঝে কিছুটা অপূর্ণতা থাকতে পারে। সেজন্যে অন্যের ওপর দায় না চাপিয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন। সময় কিছুটা চ্যালেঞ্জিং যেতে পারে।

মিথুন

আপনার পুরোনো কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন। সবাই আপনার কথার মানে না-ও বুঝতে পারে। দেখা যাবে বলবেন একটা, অপর পক্ষ বুঝবে অন্যটা। আর তাই যেকোনো আলোচনায় স্থান-কাল-পাত্রভেদে কথা বলুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। আপনার মনের আশা পূরণ হতে পারে।

কর্কট

ভ্রমণের সুযোগ পেতে পারেন। যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়তে পারে। ছোট ভাইবোনের সঙ্গে যোগাযোগ হতে পারে। পাওনা অর্থ আদায়ে তাগাদা দিন। প্রাপ্তি যোগ রয়েছে। শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। নতুন কোনো কাজে হাত দেওয়া হতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন।

সিংহ

বড় ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সময় এখন পেছন ফিরে তাকাবার। জমে থাকা হাতের কাজ আগে শেষ করুন। অসম্পূর্ণ কাজ শেষ করার সুযোগ পেতে পারেন। অতীতের অভিজ্ঞতা বর্তমানে কাজে লাগিয়ে সাফল্য পেতে পারেন। হাতে অর্থকড়ি আসতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে।

কন্যা

কাউকে খোঁচা দিয়ে কিংবা আক্রমণাত্মক কথা না বলে সুন্দরভাবে কথা বলুন। এতে সম্পর্ক ভালো থাকবে, আপনার কাজটাও আদায় হয়ে যাবে।

যোগাযোগমূলক কাজে সাময়িক বিড়ম্বনা দেখা যেতে পারে। অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা এড়িয়ে চলুন। কেউ কেউ সাময়িকভাবে যোগাযোগমূলক কাজে বিড়ম্বনার শিকার হতে পারেন। কারো সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে।

তুলা

অতীতের কোনো কাজের ফল পেতে পারেন। কেউ কেউ সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারেন। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। যে কাজ করতে পারবেন না বা করবেন না, তা আগেই জানিয়ে রাখুন।

বৃশ্চিক

প্রয়োজনে তাদের কাছ থেকে সুপরামর্শ কিংবা সহযোগিতা পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। কারো কারো হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। পাওনা অর্থ হাতে পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের বাড়তি সচেতনতার প্রয়োজন আছে।

ধনু

চাকরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো সুখবর আশা করতে পারেন। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের কথাবার্তায় সচেতনতার প্রয়োজন আছে। এমন কিছু বলা কিংবা করা ঠিক হবে না যার জন্যে পরে অনুশোচনা করতে হতে পারে।

মকর

আয় উপার্জন বাড়তে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে।এমন কিছু করা ঠিক হবে না যা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। খেয়ালিপনা কিংবা নিজ ভুলে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রতিটি কাজ সময় নিয়ে বুঝেশুনে করুন।

কুম্ভ

কারো কারো হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য পেতে পারেন।সাময়িকভাবে চ্যালেঞ্জিং সময় মোকাবেলার প্রয়োজন হতে পারে। প্রতিটি কাজ সময়মতো করার চেষ্টা করুন। কারো আচরণ আপনার জন্যে প্রতিকূল হতে পারে। সততা ও ধৈর্যের সঙ্গে লেগে থাকুন।

মীন

একসময় পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে। প্রবাসীরা অতীতের কাজের ফল পেতে পারেন। পেশাগত বিষয়ে কোনো সুখবর আশা করতে পারেন।কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে ‍চুক্তি হতে পারে। বিবাহিতদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে চলার প্রয়োজন হবে। বিবাহযোগ্য কারো কারো বিয়ের কথাবার্তা হতে পারে।

Karkat Rashifal 2019 (কর্কট রাশিফল) Meen Rashifal 2019 (মীন রাশিফল) Kumbha Rashifal 2019 (কুম্ভ রাশিফল) Dhanu Rashifal 2019 (ধনু রাশিফল) Vrishchik Rashifal 2019 (বৃশ্চিক রাশিফল) Tula Rashifal 2019 (তুলা রাশিফল) Kanya Rashifal 2019 (কন্যা রাশিফল) Singha Rashifal 2019 (সিংহ রাশিফল) Makar Rashifal 2019 (মকর রাশিফল) Mithun Rashifal 2019 (মিথুন রাশিফল) Vrish Rashifal 2019 (মেষ রাশিফল) Mesh Rashifal 2019 (মেষ রাশিফল) rashifal
Advertisment