Advertisment

Ajker rashifal, 4 July 2019: রথে ঘুরতে পারে আপনার ভাগ্যের চাকা, পড়ুন রাশিফল

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আজ রথ। রথযাত্রার দিনটি যে অত্যন্ত পুণ্যবান। জেনে নিন রথের দিনে কোন কোন কাজ করলে পুণ্যলাভ হবে আপনার। কারণ সনাতন শাস্ত্রে কথিত আছে রথ আসলে মানুষের শরীর।

Advertisment

রথের দিন কেমন যাবে ভাগ্য ? কী কী করলে আগামী দিনে ভাগ্য উজ্জ্বল হবে রইল তার তালিকা। তবে মনে রাখবেন এটাই আপনার ভাগ্যের শেষ কথা নয়। সামান্য আন্দাজ মাত্র। তো চলুন দেখে নেওয়া যাক রথের দিন আপনার গ্রহ-নক্ষত্রদের অবস্থান দেখে ভাগ্যের অধিকর্তা কি বলছে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

রথের রশি স্পর্শ করবেন, এতে পুণ্যলাভ পাবেন আপনি। শ্রীজগন্নাথের অলৌকিক কৃপা বর্ষিত হবে আপনার উপরে। চাকুরি ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে আর্থিক বিনিয়োগ করলে মন্দ হবে না। প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন। শরীর নিয়ে সমস্যা নেই।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে)

রথের দিন বৃক্ষরোপণ করবেন। এই দিনে গাছ পুঁতবেন এতে অত্যন্ত পুণ্যলাভ আছে আপনার।চাকুরি ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন। উপার্জন হলেও আর্থিক চাপের মধ্যে থাকতে হবে। ব্যবসা আশানুরূপ হবে না। প্রেমের ক্ষেত্রে বাধা থাকবে না। শরীর নিয়ে সমস্যা কমবে।

আরও পড়ুন: এনআরএসকাণ্ড; ১৫দিন সময় বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের বার্তা জুনিয়র ডাক্তারদের

মিথুন রাশি (২২ মে-২১ জুন)

গৃহপ্রবেশের দিন হিসেবে রথের দিনটি অত্যন্ত শুভ। নতুন বাসস্থান বা নতুন অফিসঘরের উদ্বোধন করতে চাইলে এই দিনটিকে বেছে নিতে পারেন। চাকুরি ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। অহেতুক ব্যায়ের কারণে চাপে থাকতে হবে। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকবে। শরীর নিয়ে সমস্যা রয়েছে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)

আজ বাড়িতে পুজো দিন। চাকুরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। উপার্জন বৃদ্ধির নতুন পথ খুঁজে পাবেন। ব্যবসা ক্ষেত্রে আজ বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। সর্দি কাশিতে ভুগতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত।

আরও পড়ুন: আমি আর কংগ্রেস সভাপতি নই, বিকল্প ঠিক করুক দল: রাহুল

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট)

গৃহপ্রবেশের মতোই ভিতপুজোর দিন হিসেবেও এই দিন অত্যন্ত শুভ। এই দিন দানধ্যান করুন। এতে অপরিসীম পুণ্য লাভ হবে। চাকুরি ক্ষেত্রে দিনটি শুভ। আটকে থাকা টাকা আজ পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উপার্জন বৃদ্ধির যোগ। প্রেমের ক্ষেত্রে সুখ শান্তি থাকবে। শরীর নিয়ে কোনও সমস্যা হবে না। তবে হঠাৎ হঠাৎ মাথা গরম হতে পারে।

কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর)

গঙ্গাস্নান করুন পুণ্য লাভ হবে।  চাকুরি ক্ষেত্রে ছোটখাটো সমস্যা থাকলেও বাধা হবে না। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসায় আজ বিনিয়োগ না করাই ভাল। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির ফলে শান্তি বিঘ্নিত হবে। শরীর সুস্থ থাকবে।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি অগ্নিমিত্রার

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

জগন্নাথ মন্ত্র জপ করুন মন্ত্রটি হল— জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভবতু মে। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। আজ কিছু অর্থ নষ্টের সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রে নানা যোগাযোগ এলেও তেমন লাভ হবে না। প্রেমের ক্ষেত্রে বাধা মানসিক অস্থিরতার কারণ হবে। শরীর নিয়ে সমস্যা নেই।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

চাকুরি ক্ষেত্রে দিনটি কর্মব্যস্ততার মধ্যে কাটবে। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবেন। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর ব্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন। শরীর নিয়ে সমস্যা নেই। আপনিও জগন্নাথ মন্ত্র জপ করুন, মন্ত্রটি হল— জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভবতু মে।

আরও পড়ুন: কম দামের এই ফোন কিনলে পাবজি খেলায় পাবেন অতিরিক্ত সুবিধা

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

চাকুরি ক্ষেত্রে কর্মসূত্রে ভ্রমণের যোগ। উপার্জনে উন্নতি হবে। ব্যবসা ক্ষেত্রে দিনের শেষে ভাল যোগাযোগ আসবে। প্রেমের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে। শরীর নিয়ে সমস্যা নেই। আজ বৃক্ষরোপণ করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

চাকুরি ক্ষেত্রে ভালোয় মন্দয় কাটবে। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসা ক্ষেত্রে আশানুরূপ লাভ হবে না। পেটের সমস্যায় ভুগতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। রথের রশি স্পর্শ করবেন, এতে পুণ্যলাভ পাবেন আপনি। শ্রীজগন্নাথের অলৌকিক কৃপা বর্ষিত হবে আপনার উপরে।

আরও পড়ুন: কী করলে কম ভুগতে হবে অস্টিও-আর্থরাইটিস রোগে?

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

রথের দিন আজ বৃক্ষরোপণ করুন। গাছ পুঁতলে অত্যন্ত পুণ্যলাভ হবে আপনার। চাকুরি ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে। উপার্জন ভাগ্য তেমন শুভ নয়। ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবেন। প্রেমের ক্ষেত্রে নানা সমস্যায় জর্জরিত হবেন। শরীর ভালোই থাকবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকলেও ক্ষতি হবে না। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে না। প্রেমের ক্ষেত্রে নানা যোগাযোগ এসেও আটকে যাবে। শরীর ভালোই থাকবে। আপনিও রথের রশি স্পর্শ করবেন, এতে পুণ্যলাভ পাবেন আপনি। শ্রীজগন্নাথের অলৌকিক কৃপা বর্ষিত হবে আপনার উপরে।

Karkat Rashifal 2019 (কর্কট রাশিফল) Meen Rashifal 2019 (মীন রাশিফল) Kumbha Rashifal 2019 (কুম্ভ রাশিফল) Dhanu Rashifal 2019 (ধনু রাশিফল) Vrishchik Rashifal 2019 (বৃশ্চিক রাশিফল) Tula Rashifal 2019 (তুলা রাশিফল) Kanya Rashifal 2019 (কন্যা রাশিফল) Singha Rashifal 2019 (সিংহ রাশিফল) Makar Rashifal 2019 (মকর রাশিফল) Mithun Rashifal 2019 (মিথুন রাশিফল) Vrish Rashifal 2019 (মেষ রাশিফল) Mesh Rashifal 2019 (মেষ রাশিফল) rashifal
Advertisment