Advertisment

Daily Horoscope 20 June 2019: পরবর্তী পদক্ষেপ কোন পথে গ্রহণ করবেন? পড়ুন রাশিফল

Ajker Rashifal in Bengali, Today's Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: রাশিফল পড়ে জেনে নিন কতটা সংযত হবেন আজ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দুর্বল হয়ে পড়েছে মন? যোকোনো কারণেই বিরক্তির সৃষ্টি হয়েছে মনে? আগে পরে কিছু ভাববেন না। বর্তমান নিয়ে বাঁচুন। কে কী ভাবল, তাই নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। আগে যা ঘটে গেছে, তার বদল আপনি করতে পারবেন না। তাই ভবিষ্যতে যাতে এমনটা না ঘটে, তার জন্য প্রস্তুত থাকুন। সমস্যা নিয়ে চার পাঁচজনের সঙ্গে আলোচনা নয়, সমস্যা সমাধানের পথ বার করুন। তার জন্য খুব প্রয়োজনে অন্যদের পরামর্শ নিন, নয়ত নিজেই ভাবনাচিন্তা করুন। দেখবেন ফলপসূ হবে। কিন্তু পরবর্তী পদক্ষেপ কোন পথে গ্রহণ করবেন তার জন্য রাশিফল পরে খানিক আন্দাজ রাখতেই পারেন। কিন্তু জানবেন এই রাশিফলই আপনার ভাগ্যের জন্য শেষ কথা নয়।

Advertisment

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): অযথা তর্কে যাবেন না, সমস্যা আসতে পারে। সকল কাজে সুনাম পেতে পারেন। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। সকল কাজে সুনাম পেতে পারেন। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে কলহ বাধতে পারে। ছোটখাটো কোনও আঘাত লাগতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভ আশা রাখতে পারেন। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজ কোনও প্রতিযোগিতায় বিফলতা আসতে পারে, ভ্রমণে কোনও কিছু নিয়ে সমস্যায় পড়তে পারেন। ভাই বোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সাথে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ উৎফুল্লতায় কাটবে। আজ সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): সকালের দিকে কোনও কারণে মন চঞ্চল থাকতে পারে। আজ সারা দিন কোনও ঝুঁকির কাজ না করাই ভাল। নিজের বুদ্ধিবলে শত্রুর মোকাবিলা করতে পারেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সন্মানপ্রাপ্তির যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি। দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তাবৃদ্ধি।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): সকালের দিকে কোনও কারণে মন চঞ্চল থাকতে পারে। আজ সারা দিন কোনও ঝুঁকির কাজ না করাই ভাল। নিজের বুদ্ধিবলে শত্রুর মোকাবিলা করতে পারেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সন্মানপ্রাপ্তির যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি। দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তাবৃদ্ধি।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ। প্রেমে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বৃদ্ধি। আপনার সহ্যক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব কম বলবেন।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): আজ যতটা সম্ভব অপরের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে আজ করবেন না। প্রাপ্তবয়স্কদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি। গুরুজনের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তিযোগ। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন অস্থিরতা থাকবে। সন্তানের বায়না পূরণ। আজ কোনও ভাল খবর পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আজ সকাল থেকে একটু আর্থিক টানাটানি চলতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতোবিরোধ। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট। পড়াশুনার জন্য খরচ বৃদ্ধি।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): কর্মস্থানে কাজের চাপ বাড়তে পারে। স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসারের সঙ্গে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা। ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধিবলে জয়। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের কোনও সমস্যা বাড়তে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী): অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তিভঙ্গ। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। পায়ের নীচে কোনও আঘাত আসতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারী):আজ ব্যবসায় ফল ভালমন্দ মিশিয়ে থাকবে। পরিশ্রম বৃদ্ধির কারণে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য সামনে শুভ সময়। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো কোনও ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন। বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। ধর্ম আলোচনায় আজ আপনি খুব দূর পর্যন্ত যাবেন। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হতে পারে। সৌখিনতার জন্য টাকা পয়সা খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। স্ত্রী সঙ্গে খরচের ব্যপারে অশান্তি বাড়তে পারে।

Karkat Rashifal Meen Rashifal Kumbha Rashifal Dhanu Rashifal Kanya Rashifal Singha Rashifal Makar Rashifal Mithun Rashifal Mesh Rashifal rashifal
Advertisment