Advertisment

Daily Rashifal 4 March 2019: আয় না ব্যয় , আজ কোনটা আপনার সঙ্গী ? পড়ুন রাশিফল

Daily Rashifal 4 March 2019, Free Horoscope Astrology Predictions on Sun Signs - Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: ছুটির আমেজ সঙ্গে এক রাশ আলসেমি সপ্তাহের প্রথম দিনেই। তাই ভাবছেন শুরুটা এমন, দিনের শেষটা কেমন যাবে ?

author-image
IE Bangla Web Desk
New Update
daily horoscope 6 april

24 April, Horoscope in Bengali: জানুন আজকের রাশিফল।

শীত না-ফিরলেও ঠান্ডা বাতাসের হাত ধরে ফিরেছে শিরশিরানি। এদিকে পশ্চিমী ঝঞ্ঝারের পূর্বাভাস। ছুটির আমেজ সঙ্গে এক রাশ আলসেমি সপ্তাহের প্রথম দিনেই। তাই ভাবছেন শুরুটা এমন, দিনের শেষটা কেমন যাবে ? আসলে দিনটা ভাল কাটুক, কে না চায়? সেই আশাতেই আমরা রোজ সকালে আপনাকে জানিয়ে দিই আপনার আজকের দিনটি কেমন যাবে। তবে জানবেন, জ্যোতিষ শাস্ত্র যাই বলুক, আপনি কেমন থাকবেন সেটা আপনার নিজের হাতেও রয়েছে অনেকটাই।চলুন দেখে নিই কী বলছে রাশিফল,

Advertisment

মেষঃ চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকলেও ক্ষতি হবে না। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে না। প্রেমের ক্ষেত্রে নানা যোগাযোগ এসেও আটকে যাবে। শরীর ভালোই থাকবে।

বৃষঃ চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। আজ কিছু অর্থ নষ্টের সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রে নানা যোগাযোগ এলেও তেমন লাভ হবে না। প্রেমের ক্ষেত্রে বাধা মানসিক অস্থিরতার কারণ হবে। শরীর নিয়ে সমস্যা নেই।

মিথুনঃ চাকুরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। উপার্জন বৃদ্ধির নতুন পথ খুঁজে পাবেন। ব্যবসা ক্ষেত্রে আজ বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। সর্দি কাশিতে ভুগতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত।

আরও পড়ুন: মহালয়া: ঐতিহাসিক দস্তাবেজের চিত্ররূপই বটে

কর্কটঃ চাকুরি ক্ষেত্রে দিনটি শুভ। আটকে থাকা টাকা আজ পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উপার্জন বৃদ্ধির যোগ। প্রেমের ক্ষেত্রে সুখ শান্তি থাকবে। শরীর নিয়ে কোনও সমস্যা হবে না। তবে হঠাৎ হঠাৎ মাথা গরম হতে পারে।

সিংহঃ প্রেম প্রণয়ে বাধা বিপত্তি দেখা দেবে। প্রেমিকার বড় ভাই অপমানিত বা অপদস্ত হতে পারেন। বিদ্যার্থীদের ক্লাস পরীক্ষা মনের মতো হবে না। গৃহস্থালী কোনো বিষয়ে আত্মীয়র সাথে বিরোধ হতে পারে। যানবাহন বা ভূমি বিষয়ে কোনো ঝামেলা দেখা দেবে। কোনো রহস্যজনক সুযোগ পেয়ে যেতে পারেন। কর্মস্থলে সাফল্য লাভের যোগ।

আরও পড়ুন: হামলার দায় স্বীকার করেনি জইশ, বলছে পাকিস্তান

কন্যাঃ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। মায়ের চোখের ছানি কাটাতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের কাজের প্রতি মন না বশাতে বারবার ভুল হতে থাকবে। সৃজনশীল কাজে বাধা বিপত্তি। পরীক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে।

তুলাঃ আপনার অভদ্র আচরণের ফলে বিপর্যয় ঘটতে পারে। এটা সৌজন্য অভ্যাসের উপযুক্ত সময় কারণ একজন সভ্য ব্যক্তি একটি অপ্রীতিকর মন্তব্য করার আগে দু ‘বার ভাবে কিন্তু যদি এটা অনিবার্য হয় তাহলে এটিকে চমৎকার কৌশল এবং নম্রতার সঙ্গে সামলান।

বৃশ্চিকঃ বড় ভাই বোনের কাছ থেকে কিছু সাহায্য পেয়ে যাবেন। ব্যবসা বাণিজ্যে বকেয়া টাকা আদায়ে বেগ পেতে হবে। রোমান্টিক বিষয়ে বড় ভাই বোনের কাছে জবাবদিহি করতে পারেন। কোনো বন্ধুর সাথে ব্যবসায়ীক বিষয়ে মনমালিন্য হবার আশঙ্কা প্রবল।

আরও পড়ুন: ব্যাক-টু-ব্যাক ক্লাসিকো হারে একাধিক লজ্জার রেকর্ড রিয়ালের

ধনুঃ দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যে পরিবহন সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দেবে। প্রবাসীদের কাজে কর্মে অগ্রগতি আশা করা যায়। আইনগত কোনো জটিলতায় জরিমানা দিতে পারেন। কারাবাসের আশঙ্কা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে রহস্যজনক জটিলতা দেখা দেবে।

মকরঃ কাজে কর্মে সতর্ক হতে হবে। অন্যমনষ্কতার কারনে বারবার কাজে ভুল হতে পারে। মানসিক ভাবে কিছুটা অস্থির থাকতে পারেন। পারিবারিক ও দাম্পত্য কোনো বিষয়ে দু:শ্চিন্তা দেখা দেবে। ব্যবসায়ীক ক্ষেত্রে ঝামেলার আশঙ্কা। বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। বিশেষ করে প্রেমের বিয়ের ক্ষেত্রে।

কুম্ভঃ দিনটি বকেয়া ধন লাভে রহস্যজনক জটিলতার। খুচরা ও পাইকারী বাণিজ্যে কিছু আয়ের সুযোগ যেমন পাবেন, ঠিক তেমনি কমিশন বাণিজ্যেও আশানুরুপ আয়ের সম্ভাবনা, অণৈতিক পথে ধন লাভের যোগ। খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলির আজ আয়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। সঞ্চয়ের প্রচেষ্টায় রহস্যজনক বাধা বিপত্তির আশঙ্কা।

মীনঃ ছোট ভাই বোনের সাথে ভুলবুঝাবুঝির সম্মূখীণ হতে হবে। প্রতিবেশীর সাথে সম্পর্কর অবনতির আশঙ্কা। সাংবাদিক ও কলামিষ্টদের ওপর কোনো গোয়েন্দা সংস্থার চাপ থাকবে। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় ক্ষতির আশঙ্কা। অ্যাপ ভিত্তিক সেবা দানে কোনো জটিলতার সম্মূখীন হতে হবে।

rashifal
Advertisment