Daily Rashifal 17 November 2018: গ্রহ নক্ষত্রের হিসাব মেলাতে সদাই ব্যস্ত মানুষ। তবে নাস্তিক হলেও ভাগ্যের ওপর আমরা সকলেই অল্পবিস্তর নির্ভর করে চলি। তবে জানবেন, জ্যোতিষ শাস্ত্র যাই বলুক, আপনি কেমন থাকবেন সেটা আপনার নিজের হাতেও রয়েছে অনেকটাই। সতর্ক থাকতে হবে আপনাকেই।
তবে সংখ্যাতত্ত্ব কিন্তু নেহাত এড়িয়ে যাওয়ার বিষয় নয়। তাই আপনার ভাবনা চিন্তার ইতি ঘটাতে আমরা আপনাকে রোজ জানিয়ে দিই কেমন যাবে আপনার গোটা দিনটা, কোথায় গিয়ে সংযত করতে হবে নিজেকে, রাশ টেনেই বা ধরবেন কখন! গ্রহ, নক্ষত্র বিচার করে জ্যোতিষ শাস্ত্র মতে কেমন যাবে আপনার ভাগ্য, চলুন জেনে নেওয়া যাক।
মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)
আজকের দিনটি আপনার ভাল যাবে না। বেকারদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে। চাকরিজীবীদের কাজে বারংবার হয়রানির আশঙ্কা। সরকারি চাকুরেদের কাজে সতর্ক হতে হবে। চলাফেরায় খুব সাবধান থাকতে হবে। যাঁরা গাড়ি চালান তাঁরা আজ অতিমাত্রায় সতর্ক থাকবেন। শরীর মন ভালো থাকবে না। বাবা-মা-এর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন।ধীর-স্থির ভাবে সব কাজ করুন।
বৃষ (২১ এপ্রিল - ২১ মে)
এই রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সির ব্যবসায় অগ্রগতি আশা করা যায়। তবে প্রবাসীরা কর্মক্ষেত্রে কোনও জটিলতার সম্মুখীন হতে পারেন। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল। সকালের দিকে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। সময় কিছুটা প্রতিকূল হতে পারে। পাওনাদারের কারণে বিরক্ত বোধ করতে পারেন। পুলিশি হয়রানি বা গ্রেফতার থেকে সতর্ক হতে হবে।
মিথুন (২২ মে – ২১ জুন)
আজ মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ অশুভ মিলিয়ে কাটবে। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমিকার সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কর্মস্থলে কোনও উচ্চপদস্ত কর্মকর্তার সঙ্গে বিরোধে না জড়ানোই ভাল। শরীর ভাল যাবে না। উচ্চ চাপের রোগীরা সতর্ক হতে থাকুন। বাড়ির কাজের লোকের উপর বেশী নির্ভর করা ঠিক হবে না।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভাল যাবে। খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। বাড়িতে আত্মীয়ের আগমন হতে পারে। হোটেল ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে। পেটের পীড়া থেকে সতর্ক থাকুন। আজ সঞ্চয়ের অগ্রগতি আশা করতে পারেন।
সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)
আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি সকালের দিকে ব্যয়বহুল হবে। ঝামেলার সম্ভবনা রয়েছে। ভ্রমণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। কর্মস্থলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনও রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সুনাম সম্মান বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। পরিবারের সঙ্গে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সপ্তাহের প্রথম দিকে মহিলাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, বিবাদের যোগ আছে। ভ্রমণে গিয়ে অপদস্থ হতে পারেন। উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য পড়ে থাকা কার্য সিদ্ধি। সন্তানদের বায়না মেটাতে খরচ বৃদ্ধি। কোনও পাওনাদার নিয়ে বিবাদ হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি সকালের দিকে ব্যয়বহুল হবে। ব্যবসায় খুব ভাল খবর আসছে। তবে আর্থিক ব্যাপারে একটু চাপ থাকতে পারে। ঋণ নিয়ে কিছু আলোচনা হতে পারে। বাড়িতে কোনও দূরের অতিথি আসার যোগ। পিতার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। সম্পত্তির ব্যাপারে ভাই ভাই আইনি ব্যবস্থা গ্রহণ। বাড়তি টাকা আয় করতে গিয়ে কোনও পুলিশি সমস্যা বাড়তে পারে। পেটের কোনও কষ্ট বৃদ্ধি।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মস্থলে বসের প্রশংসা পাবেন। পাওনাদারের সঙ্গে আর্থিক ব্যাপারে কোনও অশান্তি বাড়তে পারে। প্রিয়জনের কাছে আঘাত থেকে মনে কষ্ট বাড়তে পারে। পিতামাতার সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচের ব্যাপারে চিন্তা হতে পারে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে এমন বিশ্বাসভাজন কাউকে পাবেন যার মাধ্যমে উদ্দেশ্য সফল হবে। উপার্জন ভাগ্য শুভ নয়। আয় হবে ব্যয়ও হবে। সঞ্চয় তেমন হবে না। ব্যবসা ক্ষেত্রে সমস্যা থাকলেও ক্ষতির সম্ভাবনা নেই। প্রেমের ক্ষেত্রে শুভ যোগ। শরীর নিয়ে সমস্যা থাকবে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজকের দিনটি আপনার ভাল যাবে না। বেকারদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে। চাকরিজীবীদের কাজে বারংবার হয়রানির আশঙ্কা। সরকারি চাকুরেদের কাজে সতর্ক হতে হবে। রাজনৈতিক নেতাকর্মীদের শত্রুতার কারণে কাজে বাধা-বিপত্তি দেখা দেবে। বাবা-মা-এর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
এমন কিছু কাজ করবেন যার ফলে কর্মক্ষেত্রে সবাই আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়বে। চাকুরি ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবেন। পারিবারিক শান্তি বিঘ্ন হবে না। প্রেমের ক্ষেত্রে কোনও প্রস্তাব পেতে পারেন। শরীর সুস্থ থাকবে। কুম্ভের জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মীনের জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভালোই যাবে। আর্থিক উপার্জন বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রেও শুভ। সপ্তাহের শেষের দিকে কিছু শারীরিক সমস্যা দেখা দেবে। বিশেষতঃ রক্ত সংক্রান্ত কোনও রোগে আক্রান্ত হতে পারেন।