Rashifal 20 November 2018: রাশি, কুষ্টি এসব নিয়ে একটা দুর্বল স্থান রয়েছে সকলের মধ্যেই। আপনিও নিশ্চই সেই দলেই? জ্যোতিষশাস্ত্রীরা বলেন প্রত্যেক দিনের গ্রহ নক্ষত্রের সঙ্গে নিদারুণ জড়িয়ে আছে ভাগ্যের ওঠাপড়া। নিজেই পরখ করে নিন আজকের দিনটিতে আপনার ভাগ্যের শিকে খুলবে কিনা? নাকি ঘনিয়ে আসতে পারে বিপদ?
তবে জ্যোতিষবিজ্ঞান একটা প্রাথমিক ধারনা বাতলে দেয় মাত্র। আপনার ভাগ্যের শিখে কিন্তু আপনারই হাতে। অতয়েব মনের রাখবেন আপনার কাজের মধ্যেই নিহিত রয়েছে আপনার ভাগ্য। তাই কুষ্ঠি মেনে ওঠবস করার আগে পরিশ্রম করুন, দেখবেন সাফল্য আসবেই। তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষ শাস্ত্র। রাশিফল অনুযায়ী কেমন যাবে আপনার মঙ্গলবারটি।
মেষরাশি: সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদার নিয়ে বিবাদ হতে পারে। চাঁদের অবস্থানের কারণে আজকের দিনটা মন্দ যাবে না। হাসি মজাতেই দিব্য কেটে যাবে আপনার দিন। কিন্তু নেপচুনের ভূত কিন্ত চাপতে পারে। আহা ভয় পাবেন না, জ্যোতিবিজ্ঞানীরা বলছেন , সূর্যের সঙ্গে নাকি নেপচুনের সম্পর্ক মোটে ভাল না যার জেরে আপনি নাকি অবাস্তব আশা করতে পারেন। এই ধরুন হঠাত্ৎ ভেবে বসলেন কালই চাঁদে যাবেন।
বৃষরাশি: আপনার জন্য বেশ খাসা দিন আজ। কোনো কিছু বিষয়ে উত্ৎসাহ থাকলে সেই দিকেই লক্ষ্য স্থির রাখুন। কারণ জ্যোতিবিজ্ঞানীরা বলছে আপনি লক্ষ্যে পৌছাতে সফল হবেন, যার বৈধতা আজকেই শেষ। তাই চেষ্টা চালান। তবে আপনার সহকর্মীরা কিন্তু মোটে ভালো না , তারা কিন্তু আপনাকে বোকা বানাতে পারে। তাই তক্কে তক্কে থাকবেন।
মিথুনরাশি: চাঁদ এখন আপনার সহায়। উন্নতি সুযোগ আজকে আপনার দোরগড়ায়। অনেক দিনে কাল ঘাম এক করা কাজের দাম পেতে পারেন আজকে। তবে দেখবেন আজ কিন্ত অকারণে ক্ষতিপুরণ দিতে হতে পারে, তাই টিকিট কেটে ট্রেনে উঠুন বা হেলমেট পড়ে আইন মেনে গাড়ি চালান।
কর্কটরাশি: আপনি অতীতের সম্মুখীন হতে পারেন। যা আপনার সঙ্গে ঘটেছে মাস ছয় আগে, এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। আজ চাপ থাকতে পারে। তবে সেই চাপ খুলে দিতে পারে ভবিষ্যতের শিকে।সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের কোনও সমস্যা বাড়তে পারে। পেটের কোনও কষ্ট বৃদ্ধি।
সিংহরাশি: সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভাল চলবে, কিন্তু পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। তবে আজ কোনও মতামত পেশ করতে যাবেন না যেচে। ঝগড়াঝাটি এড়িয়ে যাবেন। আর্থিক ব্যাপারে একটু চাপ থাকতে পারে। ঋণ নিয়ে সামান্য আলোচনা হতে পারে। বাড়িতে কোনও দূরের অতিথি আসতে পারে।
কন্যারাশি: আপনার সময়টা কিছুটা কঠিন যাচ্ছে। তবে শুরুটা হিসাব করলে অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে আপনার পরিস্থিতি। এ ক্ষেত্রে কারণটা অবশ্যই আপনার বাড়ি। আপনি যাঁদের সঙ্গে রয়েছেন তাঁদের কথা শুনুন, পরিস্থিতির বদল আসবে। আর্থিক চাপে রয়েছেন আপনি, তবে আগামী সপ্তাহের মধ্যে সমস্ত অসুবিধা কেটে যাবে।
তুলারাশি: বেশ কিছু গ্রহের স্থান একই রেখায় থাকায় আমার মধ্যে ধনাত্মক শক্তি কাজ করবে। আপনি এই সময়েই আপনার জীবনের বদলের প্রথম পদক্ষেপটি নিতে পারেন। সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় আসছে। বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে অল্পবিস্তর ব্যাঘাত হতে পারে।
বৃশ্চিকরাশি: আপনার সময়টা ভালই যাচ্ছে। যদি আপনি কোনও দলেলবে। র নেতৃত্ব দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নেতৃত্ব আরও দৃঢ় হতে পারে। আপনার ভাগ্যে আপনার সঙ্গীর ভাগ্য খুলবে। শরীরের কোনও ক্ষতের ব্যাপারে খরচ বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে। শরীরে সমস্যার জন্য ভ্রমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে কোনও প্রকার বিবাদ।
ধনুরাশি: আপনার সামনের মানুষ বা ব্যক্তি কাউকেই আপনার হতাসার কারণ হতে দেবেন না। আপনার বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়ে সমস্যার মোকবিলা করুন। প্রয়োজনে বিশেষ কোনও মানুষের সাহায্য নিন, কারণ আনি সবটা একা হাতে নাো সামসলাতে পারেন। অধ্যাবসায়ের দিকে কঠোর পরিশ্রম করে নিজেকে নিজের ভাগ্য গড়ে তুলতে হবে।
মকররাশি: সুযোগগুলো চ্যালেঞ্জ হয়ে সামনে আসতে পারে, ধৈর্য ধরুন। এই অদ্ভুদ সময়গুলোই আপনার জীবনে নতুন মোড় আনত পারে। সমস্যার সঙ্গে মোকাবিলা করুন, ভয়ে পেয়ে পালিয়ে যাবেন না। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা আসবে। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে।
কুম্ভরাশি: সামাজিক সঙ্গ আপনাক আরও সমৃদ্ধ করবে। টাকাপয়সা সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়ার সময় এসে গেছে। প্রোয়োজনে কাছের কারও সঙ্গে এ বিষয়ে আলোচনা করে নিন। আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন। প্রয়োজনে কিছুটা সময় নিন, ভাবুন। স্যোশাল এনগেজমেন্ট রাখুন। আপনার সময় ভাল কাটবে।
মীনরাশি: সপ্তাহের প্রথম দিকে প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত রয়েছে।