Daily Bangla Rashifal, 21 November 2018: সপ্তাহর মধ্যভাগে এসে পড়েছেন ইতিমধ্যেই। যদিও শুরু থেকে শেষ গোটা সপ্তাহটাই ভাল কাটুক, কে না চায়? সেই আশাতেই আমরা রোজ সকালে আপনাকে জানিয়ে দিই আপনার আজকের দিনটি কেমন যাবে। তবে জানবেন, জ্যোতিষ শাস্ত্র যাই বলুক, আপনি কেমন থাকবেন সেটা আপনার নিজের হাতেও রয়েছে অনেকটাই।
তবে ভাগ্যের ওপর আমরা সকলেই অল্পবিস্তর নির্ভর করি, তাই আমরা আশা করব, আপনার ভাগ্য যদি আজ সুপ্রসন্ন নাও থাকে, খুব তাড়াতাড়িই কাটিয়ে উঠে আবার ভাল থাকবেন আপনি। চলুন তার আগে দেখে নিই জ্যোতিষ শাস্ত্র মতে কী বলছে রাশিফল।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ আপনার ব্যবসায় ও কর্মস্থলে কোনও ভাল ঘটনা ঘটতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। অংশিদারী ব্যবসায় নতুন কাজের যোগ প্রবল। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীক কারণে ভ্রমনের যোগ রয়েছে আপনার। আপনার শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্রভাবে যাবে। আজ ঋণ দান বা ঋণগ্রহণের কোনও একটা করতে হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ রয়েছে। ইন্সিওরেন্স থেকে প্রাপ্তির সম্ভাবনা। ব্যবসায়ীক কারণে কোনও পুলিশী হয়রানির সম্মূখীন হতে পারেন। মামলা সংক্রান্ত বিষয়ে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। চিকিৎসা সংক্রান্ত কাজে লাভবান হবার সম্ভাবনা।
মিথুন (২২ মে – ২১ জুন)
দিনটি আপনার ভালই যাবে। আইনি কোনও কাজ আজ না করাই ভাল হবে। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে, কিন্তু কাজে লাগবে না। পারিবারিক ও গৃহস্থালী কাজে সময় যাবে। আত্মীয়ের সাহায্যে প্রত্যাশা পূরণের যোগ রয়েছে। বৈদেশীক কাজে অগ্রগতি আশা করা যায়। যানবাহন ক্রয় করতে পারেন। জমি ভূমি আবাসন ক্রয় সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পাশাপাশি দিনটি প্রেম ও রোমান্সের পক্ষে অনুকূল। পিতার শরীর নিয়ে ভাবনা একটু কমবে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় চলে যাচ্ছে। পেটের সমস্যা একটু থাকবে।পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
দিনটি আপনার জন্য শুভ সম্ভাবনাময়। সাংবাদিকদের কাজে অগ্রগতি আশা করা যায়। ব্যবসায় ব্যাকুলতা বাড়তে পারে। চাকুরীজীবীদের জন্য সময়টা বিশেষ প্রতিকূল। কাউকে নিজের মনের কথা বলে ফাঁসতে হতে পারে। মানসিক কোনও উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। প্রত্যাশিত ও প্রতিযোগীতামূলক কাজে অগ্রগতি হবে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা লাভবান হবেন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতক জাতিকার আজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে। আজ কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনও বাধা আসতে পারে। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। হাতের কোনও সমস্যা বাড়তে পারে। আজ অপরের ভালবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বহুদিন আটকে রয়েছে এমন টাকা অপ্রত্যাশিত ভাবে পেয়ে যাবেন। ব্যবসা ক্ষেত্রে উদাসীন থাকলে পরিচিত কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে। চাকুরি ক্ষেত্রে গতানুগতিক চলবে। প্রেমের ক্ষেত্রে শুভ যোগ। শরীর নিয়ে সমস্যা হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আজ বৃশ্চিক রাশির দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেমের ক্ষেত্রে হঠকারিতা করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হতে পারে। শরীর নিয়ে কিছু সমস্যা থাকবে। নানা কারণে মানসিক শান্তি বিঘ্নিত হবে। তাছাড়া কিছু ছোটখাট সমস্যা থাকলেও ভয়ের কোনও কারণ নেই। মনবাঞ্ছা পূরণ হতে পারে। স্বব্যবসায়ীক কোনো আলাপ আলোচনায় অগ্রগতি আশা করা যায়।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
যারা অবিবাহিত তাদের বিবাহের যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বিবাহ এবং প্রেমের ক্ষেত্রে ভালো করে খোঁজ খবর নিয়ে অগ্রসর হওয়া উচিত। যাদের হৃদরোগ আছে তাদের সাবধানে থাকা উচিত। এছাড়া ছোট ছোট আঘাত বা দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। কোনও বন্ধুর সাহায্যে বকেয়া অর্থ আদায় হতে পারে। বাড়ীতে আত্মীয়ের আগমনের যোগ আছে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মকর রাশির জাতক জাতিকার দিনটি মোটের ওপর ভালই যাবে।স্বাস্থ্যের উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। মাঝে মাঝে শারীরিক অবনতি হলেও বড় রকমের কোনও অসুস্থতার সম্ভাবনা নেই। উপার্জন ভাগ্য শুভ। আর্থিক ভাবে কাউকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। ব্যবসায় লাভ লোকসান দুইই হবে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্রভাবে যাবে।সপ্তাহের শেষের দিকে কিছু শারীরিক সমস্যা দেখা দেবে। বিশেষতঃ রক্ত সংক্রান্ত কোনও রোগে আক্রান্ত হতে পারেন। আজ উপার্জন ভাগ্য খুব একটা শুভ নয়। ব্যয় বৃদ্ধির চাপ থাকবে। চাকুরি ক্ষেত্রে বিশেষ সুবিধা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবেন। জমি কেনাবেচায় লাভবান হবেন। শরীর খুব একটা ভালো যাবে না।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসার ব্যাপারে কোনও চিন্তা। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। পিতার কোনও সম্পত্তি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা। অপরের কোনও শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে। বন্ধু বিবাদ বাড়তে পারে।