Rashifal 25 November 2018: কেমন যাবে সপ্তাহের শেষ দিনটা? জেনে নিন রাশিফল

Today's Rashifal 25 November 2018: রবিবারের দুপুরে পাঁঠার মাংস আর ভাত ঘুমের পালা। তবে এদিনে আপনার ভাগ্যের হালককিকতও জেনে নিন এই বেলা।

Today's Rashifal 25 November 2018: রবিবারের দুপুরে পাঁঠার মাংস আর ভাত ঘুমের পালা। তবে এদিনে আপনার ভাগ্যের হালককিকতও জেনে নিন এই বেলা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Ajker Rashfal in Bengali 10 January 2019: জানুন আজকের রাশিফল।

Rashifal 25 November 2018: ভাল মন্দ মিশিয়ে কেটে গিয়েছে গোটা সপ্তাহ। উইকেন্ডে এখন আরাম করার পালা। অন্তত আজকের দিনটায় বসের কচকচানি নেই, লগ সিটের মাথা ব্যথা নেই। শুধু রবিবারের দুপুরে পাঁঠার মাংস আর ভাত ঘুমের পালা। তবে এদিনে আপনার ভাগ্যের হালককিকতও জেনে নিন এই বেলা।

Advertisment

ছুটির দিনটা কেমন যাবে, কোনও আত্মীয় সমাগম হবে নাকি প্রেমে নয়া মোড় নেবে জানিয়ে দিচ্ছে জ্যোতিষ শাস্ত্র।প্রসঙ্গত, প্রতিবারই জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্রের আগাম ধারণা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে মাত্র। তবে মনে রাখতে হবে রাশি কখনই ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। তাই ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেবেন না, মনে রাখবেন যে ঘুমিয়ে থাকে, তার ভাগ্যও কিন্তু ঘুমিয়েই থাকে। তবে চলুন জ্যোতিষ শাস্ত্র মতে কী রয়েছে আপনার ভাগ্যে, জেনে নেওয়া যাক।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)
আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালই যাবে। জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অবিবাহিতদের জীবনে বিয়ের প্রবল যোগ দেখা যাচ্ছে। লোহা জাতীয় কোনও ব্যবসায় সাফল্য আসতে পারে। নিজের কলাকুশলীতে ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব।

বৃষ (২১ এপ্রিল - ২১ মে)
অতিরিক্ত পরিশ্রমে লাভ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আজ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। বন্ধুদের সঙ্গে ভ্রমণ হতে পারে। শরীর নিয়ে চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ হাতছাড়া হবে। খারাপ কথা বলবার জন্য বদনাম হতে পারে। কর্তব্যর দিক দিয়ে কোনও ভুল হতে পারে।

Advertisment

মিথুন (২২ মে – ২১ জুন)
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালই যাবে। তবে কোনও কিছু ভুলে যাওয়ার জন্য বিপদ হতে পারে। আজ পরিবারে কারও ব্যবহার আপনার মানসিক কষ্টের কারণ হবে। আজ সারা দিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না, তবে সাবধান থাকা ভাল।  শারীরিক সমস্যা সমাধান হবে। তবে প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
এই রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কোনও আঘাতের জন্য ভ্রমণে নিরানন্দ হতে পারে। কর্মস্থানে কোনও বাধা আসতে পারে। উন্নতির জন্য চেষ্টা থাকবে। চাকরির স্থানে কোনও কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা। কোমরের কোনও সমস্যা বাড়তে পারে।

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)
আজকের দিনটি মোটামুটি বলা যায়। চাকুরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। উপার্জন ক্ষেত্রে শুভ। ব্যবসায়িক কারণে ঋণ নিয়ে কিছু চিন্তা থাকবে কিন্তু পরে তা শোধ হয়ে যাবে। শত্রুরা আপনার কাছে আত্মসমর্পণ করবে। প্রেমের ক্ষেত্রে কোনও বাধা নেই। শরীর ও সুস্থ থাকবে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। চাকুরি ক্ষেত্রে মিশ্র ফল। অর্থ উপার্জন মন্দ হবে না। আয় হবে খরচও হবে। তবে বুঝে খরচ না করলে সমস্যা হবে। ব্যবসা ক্ষেত্রে শুভ বলা যায় না। শরীর ভালো যাবে না। কোনও গোপন রোগে আক্রান্ত হতে পারেন। নানা কারণে মানসিক চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রও শুভ নয়, বিচ্ছেদের আশঙ্কা রয়েছে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। শনি চন্দ্রর প্রভাবে কাজে কর্মে তথ্য বিভ্রাট দেখা দেবে। অংশীদারের ছলচাতুরীতে ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। স্বামী-স্ত্রী একমত হয়ে কাজ করা দরকার। পেটের পীড়ায় দুর্ভোগ বাড়তে পারে। দাম্পত্য বিষয়ে সতর্ক থাকুন।  উপার্জন ভাগ্য চলনসই। তবে ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আজ বৃশ্চিক রাশির দিনটি মিশ্র যাবে। স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোন গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়ায় কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। যা সম্ভবপর। কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন। কোনও নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনার হাতেও বেশ কিছু টাকা আসবে। আজ চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরীজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে কোনও সমস্যা না থাকলেও রোজগার তেমন হবে না। শরীর নিয়ে সমস্যা থাকবে।  ব্যবসায়ীক কাজের জন্য দিনটি ভাল যাবে না। প্রত্যেক কঠিন পরিস্থিতির মধ্যে একটা ফাঁক ফোকড় রয়েই যায়। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা, তারা সাফল্য পাবেন। ব্যবসায়ীরা কর্মীদের একটু চোখে চোখে রাখুন।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
বিতর্ক এবং মতপার্থক্যের দরুণ ঘরে কিছু সমস্যার মূহুর্ত তৈরি হতে পারে। ভালবাসার মানুষের ভুল খুঁজে সময় নষ্ট করবেন না। কোন নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বে সই করা থেকে বিরত থাকুন। প্রিয়জনের স্নেহ থেকে বঞ্চিত হতে পারেন। চিকিত্সার জন্য ব্যয় বৃদ্ধি। আগুন থেকে সাবধান থাকুন। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কিছু বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ঝামেলার সম্মূখীন হতে হবে। বিদ্যার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। প্রবাসীদের দিনটি ঝামেলাপূর্ণ। ভাগ্য কিছুটা বিরুপ থাকবে। সংসারে অশান্তি মিটে যাবে। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পুরনো ঋণ পেতে বেগ পেতে হবে। কর্মের জায়গায় হিসাব নিয়ে অশান্তি হতে পারে। ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে। পেটের কোনও রোগের জন্য অনেক ব্যয় হতে পারে। স্ত্রীর কারণে বাড়তি কিছু খরচ হওয়ার যোগ। কোনও জিনিস নিয়ে বিভ্রান্ত হয়ে হাল ছেড়ে দেবেন না। তাতে আখেরে ক্ষতি আপনারই হবে। লিভারের সমস্যায় ভোগান্তি হবে।