Advertisment

Daily Bangla Rashifal, 27 November 2018: মঙ্গল কি আপনার শুভ? দেখুন রাশিফল

Today's Horoscope Prediction, 27 November 2018: শুরু থেকে শেষ গোটা সপ্তাহটাই ভাল কাটুক, কে না চায়? সেই আশাতেই আমরা রোজ সকালে আপনাকে জানিয়ে দিই আপনার আজকের দিনটি কেমন যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Ajker Rashfal in Bengali 2 February 2019: জানুন আপনার রাশিফল।

Daily Bangla Rashifal, 27 November 2018: শুরু থেকে শেষ গোটা সপ্তাহটাই ভাল কাটুক, কে না চায়? সেই আশাতেই আমরা রোজ সকালে আপনাকে জানিয়ে দিই আপনার আজকের দিনটি কেমন যাবে। তবে জানবেন, জ্যোতিষ শাস্ত্র যাই বলুক, আপনি কেমন থাকবেন সেটা আপনার নিজের হাতেও রয়েছে অনেকটাই।

Advertisment

তবে ভাগ্যের ওপর আমরা সকলেই অল্পবিস্তর নির্ভর করি, তাই আমরা আশা করব, আপনার ভাগ্য যদি আজ সুপ্রসন্ন নাও থাকে, খুব তাড়াতাড়িই কাটিয়ে উঠে আবার ভাল থাকবেন আপনি। চলুন তার আগে দেখে নিই জ্যোতিষ শাস্ত্র মতে কী বলছে রাশিফল।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ ঋণ দান বা ঋণগ্রহণের কোনও একটা করতে হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ব্যাপারে কোনও চিন্তা। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। পিতার কোনও সম্পত্তি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্রভাবে যাবে।  ইন্সিওরেন্স থেকে প্রাপ্তির সম্ভাবনা। ব্যবসায়ীক কারণে কোনও পুলিশী হয়রানির সম্মূখীন হতে পারেন। মামলা সংক্রান্ত বিষয়ে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। চিকিৎসা সংক্রান্ত কাজে লাভবান হবার সম্ভাবনা। আইনি কোনও কাজ আজ না করাই ভাল হবে। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে, কিন্তু কাজে লাগবে না।

মিথুন (২২ মে – ২১ জুন)
দিনটি আপনার ভালই যাবে। পাশাপাশি দিনটি প্রেম ও রোমান্সের পক্ষে অনুকূল। পিতার শরীর নিয়ে ভাবনা একটু কমবে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় চলে যাচ্ছে। পেটের সমস্যা একটু থাকবে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। চাকুরীজীবীদের জন্য সময়টা বিশেষ প্রতিকূল। কাউকে নিজের মনের কথা বলে ফাঁসতে হতে পারে। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে।  বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
দিনটি আপনার জন্য শুভ সম্ভাবনাময়। সাংবাদিকদের কাজে অগ্রগতি আশা করা যায়। ব্যবসায় ব্যাকুলতা বাড়তে পারে।  মানসিক কোনও উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। প্রত্যাশিত ও প্রতিযোগীতামূলক কাজে অগ্রগতি হবে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা লাভবান হবেন। আত্মীয়ের সাহায্যে প্রত্যাশা পূরণের যোগ রয়েছে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতক জাতিকার আজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে। মা বাবার কোনও কথায় মানসিক কষ্ট বাড়তে পারে। আয় বৃদ্ধিতে বাধা। আজ পাওনা আদায়ের জন্য খুব ভাল দিন। বাড়িতে কোনও অনিষ্ট হতে পারে। চোখের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। রাত্রের পরে ভাল খবর আসতে পারে। আজ বাহিরে কোনও ভোগান্তি হওয়ার যোগ।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বহুদিন আটকে রয়েছে এমন টাকা অপ্রত্যাশিত ভাবে পেয়ে যাবেন। ব্যবসা ক্ষেত্রে উদাসীন থাকলে পরিচিত কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে। রাত্রে বাজে স্বপ্ন দেখার জন্য মানসিক দিক ভাল থাকবে না। সংসারের ব্যাপারে অধিক ব্যয় বৃদ্ধিতে অশান্তি। বাড়িতে অনেক বন্ধু আসার সম্ভাবনা।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
গবেষণায় সাফল্য আসতে পারে। ব্যবসায় কোনও চিন্তা বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসায় কোনও কলহ বাঁধতে পারে। চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। কাজের প্রতি একটু অনিহা আসতে পারে। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
যারা অবিবাহিত তাদের বিবাহের যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মহিলাঘটিত কোনও সমস্য়া হতে পারে, সাবধান থাকুন। খেলাধূলায় জয় লাভ আশা করতে পারেন। ব্যবসায় কোনও সমস্যা আরও জটিল হতে পারে। রাস্তাঘাটে কোনও বিপদের সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ। সকাল থেকে অধিক ব্যয় হতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
বিজ্ঞান বিষয় কোনও আলোচনা হতে পারে। ব্যবসায় খরচ বৃদ্ধি। কাছাকাছি কোনও ভ্রমণ হতে পারে। উপার্জন ভাগ্য শুভ। আর্থিক ভাবে কাউকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। ব্যবসায় লাভ লোকসান দুইই হবে।  শরীর খুব একটা ভাল যাবে না। শিক্ষার ব্যাপারে কোনও ভাল সুযোগ আসতে পারে। অপরের কোনও শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজ কোথাও ভ্রমণ অথবা অর্থলাভ হতে পারে। তবে সঞ্চয় তত হবে না। সপ্তাহের শেষের দিকে কিছু শারীরিক সমস্যা দেখা দেবে। বিশেষতঃ রক্ত সংক্রান্ত কোনও রোগে আক্রান্ত হতে পারেন। মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ উপার্জন ভাগ্য খুব একটা শুভ নয়। ব্যয় বৃদ্ধির চাপ থাকবে। চাকুরি ক্ষেত্রে বিশেষ সুবিধা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। প্রেমে অশান্তি। আজ খুব শুভ দিন। শত্রু আজ দুর্বলতার সুযোগ নিতে পারে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। সঙ্গীত চর্চা থেকে আনন্দ বৃদ্ধি। জমি কেনাবেচায় লাভবান হবেন।পারিবারিক ও গৃহস্থালী কাজে সময় যাবে। বন্ধু বিবাদ বাড়তে পারে।

Advertisment