Daily Rashifal 28 November 2018: সকালে উঠেই এক গুচ্ছ কাজ। ঘুম ভেঙেই লেগে পড়তে হয় রোজকার কাজে। দিন কেমন কাটাবেন ভাববার জো নেই। আচ্ছা, কেমন কাটাবেন, সে না হয় মনস্থির করলেন পরে, বেলা একটু বাড়লে। কিন্তু দিনটা কেমন কাটতে পারে, তা শুরুতেই জেনে নিলে ক্ষতি কী?
তবে যে যাই বলুক, সারা দিনের ভালো থাকা মন্দ থাকা কিন্তু মূলত নির্ভর করে আপনার ওপরেই। তাও জ্যোতিষ শাস্ত্র কী বলে, দেখতে তো ক্ষতি নেই। দেরি না করে ধোঁয়া ওঠা চা-এর কাপে চুমুক দিয়েই চোখ বুলিয়ে নিন চটপট। ভাল কাটুক আপনার দিন।
মেষ: ভালোই চলছিল সময়টা, হঠাৎ কাজে বাধা পড়েছে আপনার? সময় নষ্ট না করে মনঃসংযোগ করুন। নাহলে আপনার সহকর্মীরা আপনার সাফল্য নিয়ে প্রশ্ন তুলতে পারে। সামাজিক এবং রোম্যান্টিক সম্পর্ক ঝালিয়ে নেওয়ার জন্য এটাই সঠিক সময়। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে।
বৃষ: আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। হাতে টাকা পয়সার ঘাটতি হচ্ছে এই মুহূর্তে। তা নিয়ে চিন্তা করবেন না। কোথাও ঘুরে আসার কথা ভাবতেই পারেন। অনেক দিনের পুষে রাখা ইচ্ছে সত্যি হয়ে যেতে পারে দিন কয়েকের মধ্যে।মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।
মিথুন: নিজের মতামত, ভাবনা অন্য কাউকে বলার সময় খেয়াল রাখুন। বড় কোনও পরিকল্পনা মাথায় থাকলে কয়েকদিন অপেক্ষা করুন। বাকিদের বোঝাতে সময় লাগতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে অশান্তি। অগ্র পশ্চাত না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল।
কর্কট: আপনার ইচ্ছের বিরুদ্ধে আপনাকে দিয়ে কেউ কিছু করিয়ে নিতে পারবে না। ধৈর্য ধরুন। সঙ্গী অথবা কাছের মানুষরা ভুল বুঝলেও পরে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন ঠিকই। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন।
সিংহ: ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে কথা না দেওয়াই ভাল। প্রেমের ব্যাপারে কোনও খারাপ খবর আসতে পারে। দিগন্ত বিস্তৃত করে নিজের স্বার্থের কথা বাদ দিয়ে বৃহত্তর সমাজের কথা ভাবুন। ব্যক্তিগত সুখ দুঃখের কথা এখন ভাববেন না। আপনার আশেপাশের বহু মানুষ অনেক বেশি সমস্যায় আছেন।
কন্যা: কোনও নতুন কিছু করার ইচ্ছা দমিয়ে রাখুন। নিজের পাওনা থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। দিন কয়েকের মধ্যেই বুঝতে পারবেন, আপনার সঙ্গী আপনার ভালোই চান। পেশাগত জীবনে ভাল খবর আপনার অপেক্ষায়। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন।
তুলা: নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে, কিন্তু সাবধান থাকতে হবে। আপনার উপস্থিতি দিয়ে মানুষকে ভোলানোর দিন শেষ। কাজ দিয়ে কী ভাবে অন্যের নজর কাড়া যায় সে কথা ভাবুন। সহকর্মীদের সম্পর্ক এমনিতেই ভাল হবে। আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে।
বৃশ্চিক: শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি। সপ্তাহের শুরুটা তেমন মসৃণ না হলেও এখন সময়টা আপনার পক্ষেই। দূরদৃষ্টি এবং বুদ্ধি আপনার জোরের জায়গা। এই দুটিকে কাজে লাগান। আর্থিক ব্যাপারে কোনও ক্ষতি হতে হতেও বেঁচে যাবেন। নিজের লোকেদের কাছে আপনার আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করুন।
ধনু: উপার্জন ভাগ্য মন্দ নয়। ব্যবসা ক্ষেত্রে নানা যোগাযোগ ঘটবে। চাকুরিক্ষেত্রে প্রশংসিত হবেন। উপযুক্ত সঙ্গীর সাক্ষাৎ পাবেন। শরীর নিয়ে কোনও সমস্যা নেই। শরীর নিয়ে সমস্যা না থাকলেও মানসিক শান্তি বিঘ্নিত হবে। চলাফেরায় সতর্কতা প্রয়োজন। বাতের রোগে আক্রান্ত হতে পারেন।
মকর: নিজেকে হতভাগ্য ভাবার অসুখ থেকে বাইরে আসুন। আপনার জীবনে বেশ কিছু পরিকল্পনা সফল হয়েছে। ভাগ্যকে দুষবেন না। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা ডেকে আনতে পারে। মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি করতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে।
কুম্ভ: পরিবারের সঙ্গে দূরত্ব বাড়াবেন না। তাতে কারোরই ভালো হয় না। আপনার জীবন নিয়ে আপনার পরিকল্পনার সঙ্গে, পরিবারের লোকজনদের মতের অমিল হতেই পারে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মাথা ঠান্ডা রাখতে হবে।
মীন: সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে। আপনার জীবনের গুণগত মান বাড়িয়ে তুল্বে, এমন কোনো কাজ করুন, ভাল থাকবেন। উপার্জন ভাগ্য মন্দ না হলেও এ সপ্তাহে কিছু অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে। শেয়ার বা লটারিতে লাভবান হবেন। ব্যবসা ক্ষেত্রে কিছুটা লাভবান হবেন।