Rashifal 7 November 2018:ভাগ্যদেবীর প্রসন্ন হওয়ার আশাতেই আমরা বসে থাকি সর্বদা। আর এই কথা ভেবেই রোজ সকালে আপনাকে জানিয়ে দিই আপনার আজকের দিনটি কেমন যাবে। তবে জানবেন, জ্যোতিষ শাস্ত্র যাই বলুক, আপনি কেমন থাকবেন সেটা আপনার নিজের হাতেও রয়েছে অনেকটাই। সতর্ক থাকতে হবে আপনাকেই
তবে ভাগ্যের ওপর আমরা সকলেই অল্পবিস্তর নির্ভর করি, তাই আমরা আশা করব, আপনার ভাগ্য যদি আজ সুপ্রসন্ন নাও থাকে, খুব তাড়াতাড়িই কাটিয়ে উঠে আবারও ভাল থাকবেন আপনি। চলুন দেখে নিই জ্যোতিষ মতে কী বলছে আপনার রাশিফল।
মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)
এই রাশি জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে অগ্রগতি হতে পারে। কোনও অংশীদারি বাণিজ্যে ভাল আয়ের সুযোগ পেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে ঝামেলার আশঙ্কা রয়েছে। কার্যস্থলে কিছু ঝামেলার মোকাবিলা করতে হবে। কর্মস্থলে কোনও গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর শরীর ভাল যাবে না। শুভ রং সবুজ, শুভ সংখ্যা ২।
বৃষ (২১ এপ্রিল - ২১ মে)
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ অশুভ মিলিয়ে কাটবে। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমিকার সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কর্মস্থলে কোনও উচ্চপদস্ত কর্মকর্তার সঙ্গে বিরোধে না জড়ানোই ভাল। শরীর ভাল যাবে না। উচ্চ চাপের রোগীরা সতর্ক হতে থাকুন। বাড়ির কাজের লোকের উপর বেশী নির্ভর করা ঠিক হবে না।
মিথুন (২২ মে – ২১ জুন)
আজ মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি তুলনামূলক ভাল যাবে। সকালের দিকে বাব-মায়ের সঙ্গে কোনও সাংসারিক বিষয়ে মতবিরোধের আশঙ্কা রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। পরীক্ষার্থীরা পরীক্ষায় আশানুরুপ ফলাফল পাবেন না। সৃজনশীল পেশাজীবীদের কাজে কর্মে বাধা-বিপত্তি দেখা দেবে। প্রেমের ক্ষেত্রে ঝামেলা হতে পারে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালই যাবে। পারিবারিক বিষয়ে কিছুটা ঝামেলা হতে পারে। স্থাবর ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করতে পারেন। প্রভাবশালী আত্মীয়র দয়ায় কর্ম লাভের যোগ প্রবল। প্রত্যাশা পূরণ হতে পারে। মায়ের শরীর ভাল যাবে না। যাঁরা যানবাহন ক্রয় করার কথা ভাবছেন তাঁরা সফল হতে পারেন।
সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)
আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে কিছু ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। ছোট-ভাই বোনের বিদ্যাশিক্ষায় ব্যয় করতে হবে। সাংবাদিক ও প্রকাশকদের আয় রোজগার বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ রয়েছে।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ভাল যাবে। খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। বাড়িতে আত্মীয়ের আগমন হতে পারে। হোটেল ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে। পেটের পীড়া থেকে সতর্ক থাকুন। আজ সঞ্চয়ের অগ্রগতি আশা করতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি সকালের দিকে ব্যয় বহুল হবে। ঝামেলার সম্ভবনা রয়েছে। ভ্রমণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। কর্মস্থলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনও রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সুনাম সম্মান বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। পরিবারের সঙ্গে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
এই রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সির ব্যবসায় অগ্রগতি আশা করা যায়। তবে প্রবাসীরা কর্মক্ষেত্রে কোনও জটিলতার সম্মুখীন হতে পারেন। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসা-বাণিজ্যে কিছু অগ্রগতি আশা করতে পারেন। বকেয়া বিল আদায়ের চেষ্টা জোরদার করুন। বাড়ীতে বড় ভাই-বোনের স্নেহ-ভালবাসা পাবেন। বন্ধুর সাহায্যে চাকরিতে কোনও পরিবর্তন হতে পারে। বকেয়া বিল ও বেতন আদায়ের সুযোগ আসবে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজকের দিনটি আপনার ভাল যাবে না। বেকারদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে। চাকরিজীবীদের কাজে বারংবার হয়রানির আশঙ্কা। সরকারি চাকুরেদের কাজে সতর্ক হতে হবে। রাজনৈতিক নেতাকর্মীদের শত্রুতার কারণে কাজে বাধা-বিপত্তি দেখা দেবে। বাবা-মা-এর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কুম্ভের জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। আধ্যাত্মীক ধর্মীয় কাজে অগ্রগতি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনও পরীক্ষায় অংশ নিতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতার অবসান হতে পারে। শিক্ষাক্ষেত্রে শিক্ষক বা আধ্যাত্মিক ব্যক্তির সাহায্য পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মীনের জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। সময় কিছুটা প্রতিকূল হতে পারে। পাওনাদারের কারণে বিরক্ত বোধ করতে পারেন। পুলিশি হয়রানি বা গ্রেফতার থেকে সতর্ক হতে হবে।