/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/horoscope-1.jpg)
মেষ- বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য মানসিক চঞ্চলতা বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুবিধা আসতে পারে। বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন।
আরও পড়ুন: মুকুলের খেলা? দেবশ্রীকে কে নিয়ে গিয়েছিলেন বিজেপি দফতরে, রহস্যভেদ করলেন বৈশাখী!
বৃষ- আপনার আজকের দিন সামাজিক কোনও ভয় মনে কাজ করতে পারে। বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে। বাড়িতে বন্ধুদের উৎপাত বৃদ্ধি। প্রেমের জন্য ভাল সময়। ব্যবসায় কোনও খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বৃদ্ধি পাবে। কজের জন্য ব্যস্ত থাকতে হবে সারা দিন।
আরও পড়ুন: বৈশাখীকে যৌন হেনস্থার অভিযোগ, পুলিশের দ্বারস্থ শোভন-বান্ধবী
মিথুন- স্ত্রীর ব্যাপারে কোনও বাজে চিন্তা আসতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় কোনও নতুন কাজ হতে পারে। পাওনা নিয়ে বিবাদের আশঙ্কা।ভাল কাজের জন্য অফিসে সুনাম বাড়তে পারে। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। অতিরিক্ত ভোগের ইচ্ছা খরচ বাড়াতে পারে।
আরও পড়ুন: মমতা কখনও প্রকাশ্যে খারাপ কথা বলেননি, বৈশাখীর গলায় ‘বোধোদয়ের’ সুর
কর্কট- ব্যবসায় আর্থিক চাপ বৃদ্ধি। চিকিত্সার জন্য খরচ ও চিন্তা থাকবে। বাড়িতে কোনও খুশির খবর আসতে পারে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ। প্রতিবেশীর সঙ্গে অশান্তির আশঙ্কা। জলপথে বিপদের আশঙ্কা। বেশি কথা বিবাদ আনতে পারে।কোনও কারণে অতিরিক্ত চিন্তা হতে পারে।
আরও পড়ুন:উন্নতির চাকায় চুরমার পৈতৃক ভিটে? আশঙ্কায় প্রহর গুনছে বৌবাজার
সিংহ- সকালের দিকে কোনও আঘাত লাগতে পারে। প্রেমের ব্যাপারে শান্তি আসতে পারে। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি। সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বাড়বে। পেটে কোনও সমস্যা হওয়ার আশঙ্কা। বন্ধুদের থেকে ভালবাসা পেতে পারেন। ব্যবসায় ক্ষতি নিয়ে দুশ্চিন্তা।
কন্যা- স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য অভিমান বৃদ্ধি। কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা। বাড়তি কোনও খরচের জন্য ঋণ নিতে হবে। বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনও আলোচনা। আজ একটু খরচ বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন।
আরও পড়ুন:মেট্রোকে দোষারোপ নয়, একসঙ্গে কাজ করে বিপর্যয় মোকবিলার আশ্বাস মমতার
তুলা- লেখকদের জন্য দিনটি ভাল। মায়ের চিকিৎসার জন্য কোনও আলোচনা। আর্থিক চাপ বাড়বে। কোমরে যন্ত্রণা বৃদ্ধি।ব্যবসায় আয় বাড়তে পারে। অফিসে কোনও বাধা নিয়ে চিন্তা। শত্রুর জন্য কোনও ক্ষতি হতে পারে। দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে।
বৃশ্চিক- আর্থিক চিন্তা থাকবে। খেলাধূলায় জয় লাভ। পারিবারিক সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা থাকবে।
আরও পড়ুন:মমতা কখনও প্রকাশ্যে খারাপ কথা বলেননি, বৈশাখীর গলায় ‘বোধোদয়ের’ সুর
ধনু- সম্পত্তির ব্যাপারে ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে।কোনও খারাপ ঘটনা দেখে মানসিক কষ্ট বাড়তে পারে। সংসারের জন্য শান্তির কামনা। পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে।
মকর- শত্রুদের থেকে মুক্তি পাবেন। ধর্মের ব্যাপারে কোনও দান করতে হতে পারে। আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। আজ সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে।
আরও পড়ুন:পুজোয় বেড়াতে যাওয়া চলবে না, নির্দেশ মমতার
কুম্ভ- ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে। শরীরে কোনও সমস্যা বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। চর্বি সংক্রান্ত কোনও রোগ বাড়তে পারে।সকালের দিকে পেটের সমস্যায় কাজে ক্ষতি। সংসারে ব্যয় সঙ্কোচন নিয়ে আলোচনা। শত্রুর জন্য ভয় বাড়তে পারে।
মীন- ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও নামী জায়গায় কাজের যোগাযোগ। আজ একটু ক্রোধ সংবরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। আর্থিক চাপ আসতে পারে।