Jamai Sasthi 2025: জামাইষষ্ঠী বাংলা ছবির ভাগ্য পাল্টে ফেলেছিল, কীভাবে জানেন? শুনলে চমকে যাবেন...

Jamai Sasthi - Bengali Tollywood: মেয়েরা জামাইষষ্ঠী তে তাঁদের স্বামীকে নিয়ে বাড়ি এলে শ্বশুরবাড়ির লোকেরা তার সঙ্গে নানান মজা মশকরা করে। শুধু তাই নয়, জামাইকে ঠকাতে নানা কান্ডকীর্তি করা হয়।

Jamai Sasthi - Bengali Tollywood: মেয়েরা জামাইষষ্ঠী তে তাঁদের স্বামীকে নিয়ে বাড়ি এলে শ্বশুরবাড়ির লোকেরা তার সঙ্গে নানান মজা মশকরা করে। শুধু তাই নয়, জামাইকে ঠকাতে নানা কান্ডকীর্তি করা হয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jamai Sasthi 2025: জামাই ষষ্ঠী ২০২৫।

এভাবেই ভাগ্য পাল্টে গিয়েছিল বাংলা ছবির... Photograph: (প্রতীকী ছবি)

Jamai Sasthi: আজ জামাই ষষ্ঠী। জামাইরা এই দিন সেজেগুজে শ্বশুরবাড়িতে আসেন। কারওর সঙ্গে থাকে, ইলিশ মাছ কারওর সঙ্গে থাকে মিষ্টির বাক্স কিংবা দইয়ের হাঁড়ি। জামাইষষ্ঠী মানে বাংলার ঘরে ঘরে অন্যতম উৎসব। সারাবছর মেয়েরা বাড়ি এলেও, এদিন স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসার যে মজা, সেই আনন্দ তারাই জানে যাদের বাড়িতে এই অনুষ্ঠান উদযাপিত হয়।

Advertisment

মেয়েরা জামাইষষ্ঠী তে তাঁদের স্বামীকে নিয়ে বাড়ি এলে শ্বশুরবাড়ির লোকেরা তার সঙ্গে নানান মজা মশকরা করে। শুধু তাই নয়, জামাইকে ঠকাতে নানা কান্ডকীর্তি করা হয়। শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ক যেমন খুনসুটির তেমনি মিষ্টি ও মধুর। তাই আগের দিনে জামাইকে ঠকাতে নানা ধরনের মিষ্টি বানানো হত। যার মধ্যে সূর্যমোদকের তালশাস অন্যতম। কিন্তু এই জামাইষষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে বাংলার বিনোদুনিয়ার। কারণ, প্রথম সে সবাক বাংলার চলচ্চিত্র তৈরি হয়েছিল, সেটির নাম জামাই ষষ্ঠী।

Jeet: মধ্যরাতে জিতের গাড়ি ঘেরাও, প্রচণ্ড গালাগাল শুনলেন, ভয়ঙ্কর অভিজ্ঞত…

Advertisment

১৯৩১ সালে এই ছবি নির্মাণ করা হয়েছিল। অমর চৌধুরী এই ছবির পরিচালক। এবং তিনি নিজেও এই ছবিতে কুবেরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবি বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম। এই ছবিই প্রথম বাংলা সবাই চলচ্চিত্র। এবং, এটি কলকাতার ক্রাউন সিনেমা হলে, এটি রিলিজ করে। সেই বছরই আরেকটি গুরুত্বপূর্ণ ছবি রিলিজ করে। ভারতের প্রথম সবাক ছবি আলম আরা সেই বছর রিলিজ করে। এই ছবির প্রযোজনা করেছিলেন মদন থিয়েটার।

কে কে অভিনয় করেছিলেন এই ছবিতে?

এই ছবিতে অমর চৌধুরী, জতীন সিংহ, ক্ষিরোধগোপাল মুখার্জি, মিস্টার গোলেলা, বিমল গুপ্ত, কার্তিক রায়, ভোলানাথ। অমর চৌধুরী ছিলেন বাংলার অন্যতম পরিচালক এবং এডিটর এবং লেখক। তিনি বাংলা ছবি নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালবাসতেন।

tollywood Bengali Film tollywood news jamai sasthi