Rashifal 2025 benefits: ১২ বছর পর কর্কট রাশিতে বৃহস্পতি! কোন ২ রাশির ভাগ্য ফিরছে, শুরু হচ্ছে সোনালি সময়?

Rashifal 2025 benefits: ১২ বছর পর কর্কট রাশিতে প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি। এই বিরাট রাশিচক্র পরিবর্তনে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে সাফল্য, পদোন্নতি। পাবেন বিদেশ যাত্রার সুযোগ।

Rashifal 2025 benefits: ১২ বছর পর কর্কট রাশিতে প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি। এই বিরাট রাশিচক্র পরিবর্তনে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে সাফল্য, পদোন্নতি। পাবেন বিদেশ যাত্রার সুযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Monthly Horoscope 2025 March:

Horoscope: রাশিচক্র (ফাইল ছবি)।

Rashifal 2025 benefits: দেবগুরু বৃহস্পতি ১২ বছর পর কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। যার ফলে কিছু রাশির জীবনে ভাগ্যের উদয় হতে চলেছে। ওই রাশিগুলোর জীবনের সোনালি সময় শুরু হবে। যার ফলে জাতক-জাতিকারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের মুখ দেখবেন বলেই আশা করা হচ্ছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি জ্ঞান, বৃদ্ধি, শিক্ষকতা, সন্তানলাভ, সম্পদ, দান এবং পুণ্যের দেবতা। তাই বৃহস্পতিবার গতিতে কোনও পরিবর্তন এলে এই বিষয়গুলোও গতি পায়। 

Advertisment

কারা হতে পারেন লাভবান:-

আরও পড়ুন- রাশিচক্রে বিরাট অদলবদল, বুধের গোচরে ভাগ্য ফিরছে কয়েকটি রাশির, বিপুল অর্থ ও সম্মানলাভের যোগ

কর্কট রাশি
বৃহস্পতির এই রাশিচক্রের পরিবর্তনে কর্কট রাশির জাতক-জাতিকারা উপকৃত হতে চলেছেন। কারণ, বৃহস্পতি কর্কট রাশির দশম স্থান বা কর্মস্থানে প্রবেশ করবেন। যার ফলে কর্কট রাশির জাতক-জাতিকারা এই সময়ে একটি নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।

Advertisment

আরও পড়ুন- প্রায় ১২ মাস পর তুলকালাম করবে 'রাজযোগ', এই ৩ রাশির ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে!

চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসায় লাভ করতে পারেন। নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হতে পারে। তাঁদের ব্যবসা বাড়তে পারে। এছাড়াও সরকারি কাজে সাফল্য, পদমর্যাদা এবং প্রতিপত্তিও বাড়তে পারে জাতক-জাতিকাদের। সব মিলিয়ে তাঁদের জীবনের নানা ক্ষেত্রে ভাগ্যের উদয় ঘটতে চলেছে।

আরও পড়ুন-৩০ বছর পর শনি বক্রী! খুলছে এই ৩ রাশির ভাগ্যের দরজা, হঠাৎ অর্থলাভ, খ্যাতি-প্রতিপত্তির ব্যাপক সম্ভাবনা

 বৃশ্চিক রাশি
রাশিচক্রে বৃহস্পতির এই গমন বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্যও ইতিবাচক প্রমাণিত হতে পারে। কারণ, বৃশ্চিক রাশির নবম ঘরে বৃহস্পতি এই সময়ে অবস্থান করতে চলেছেন। এই ঘর ভাগ্য এবং বিদেশ ভ্রমণের ঘর। এই সময় বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। তাঁদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

আরও পড়ুন- বুধ-শুক্রের রাশিচক্রে বড় পরিবর্তন, খুলছে এই ৩ রাশির ভাগ্যের দরজা!

এই সময়ে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ব্যবসার কাজে বাইরে যেতে পারেন। সেটা তাঁদের জীবনে লাভদায়ক বলে প্রমাণিত হবে। তাঁদের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা বিদেশ থেকে কোনও সুবিধা পেতে পারেন। তাঁদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক বিকাশ ঘটতে পারে। এছাড়াও তাঁরা কোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

benefits 2025 rashifal