People with Radix 5: সংখ্যাতত্ত্ব অনুযায়ী ১ থেকে ৯ পর্যন্ত মূল সংখ্যা বা মুলাঙ্ক। প্রত্যেকটি সংখ্যার পিছনে একেকটি গ্রহের বিরাট এবং কার্যকর ভূমিকা রয়েছে। মুলাঙ্ক ৫-এর অধিপতি গ্রহ হলেন বুধ (Mercury)। বুধ গ্রহকে হিন্দু জ্যোতিষশাস্ত্রে বুদ্ধি, যোগাযোগ, গণিত, বিচক্ষণতা ও কূটনৈতিক গুণাবলির প্রতীক হিসেবে ধরা হয়।
যাঁদের জন্ম তারিখ ৫, ১৪, ২৩ বা ৩১, তাঁদের মুলাঙ্ক ৫ (Numerology)। এই মুলাঙ্কের ব্যক্তিরা অত্যন্ত বুদ্ধিমান, সাহসী এবং নিজের বুদ্ধি ও পরিকল্পনার মাধ্যমে বিপুল অর্থ রোজগার করে থাকেন। তাঁরা ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত দক্ষ হন। ঝুঁকি নিতে জানেন এবং লাভের দিকেও তাঁরা নজর রাখেন।
আরও পড়ুন- শতবর্ষ পর মালব্য এবং গজকেশরী রাজযোগ, আপনার ভাগ্যেও কি আনছে বিরাট পরিবর্তন?
ব্যবসায় সাফল্য:
মুলাঙ্ক ৫-এর লোকেরা ভবিষ্যৎ-মনস্ক। তাঁরা কোন ব্যবসায়ে কখন বিনিয়োগ করতে হবে তা বোঝার দুর্দান্ত ক্ষমতা রাখেন। এঁরা পরিশ্রমী এবং লক্ষ্য অর্জনে একাগ্রচিত্তে কাজ করেন। কাজকে গুরুত্ব দেয় এবং যে কোনও চ্যালেঞ্জ সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারেন।
আরও পড়ুন- কাছাকাছি বৃহস্পতি-শুক্র, দুর্লভ যোগে বদলে যেতে চলেছে কয়েকটি রাশির ভাগ্য, আপনিও কি সেই দলে?
যোগাযোগ ও ব্যক্তিত্ব:
এঁদের কথা বলার ধরণ অত্যন্ত আকর্ষণীয়। যে কোনও অনুষ্ঠানে তাঁরা প্রাণ ভরে দিতে পারেন এবং মানুষ সহজে এঁদের ভুলতে পারে না। এঁদের হাস্যরসও দারুণ। সেই সঙ্গে বাস্তববাদী এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে প্রখর এই মুলাঙ্কের ব্যক্তিরা।
আরও পড়ুন- আজ জ্যোতিষ মতে বিশেষ যোগ! এই কাজগুলো করলেই মিলবে অঢেল ধন, খুলে যাবে ভাগ্য
শুভ দিন ও তারিখ:
মুলাঙ্ক ৫-এর জন্য বুধবার, শুক্রবার ও শনিবার বিশেষ শুভ। এছাড়া ৫, ১৪, ২৩ এবং ৩১ তারিখগুলোও এঁদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক বলেই ধরা হয়।
আরও পড়ুন- মুশকিল আসান! খুলে যাচ্ছে এই রাশিগুলোর ভাগ্যের দরজা, তৈরি হচ্ছে লাভ দৃষ্টি যোগ
অনেকেই বিশ্বাস করেন, কিছু নির্দিষ্ট সংখ্যা (Bengali Horoscope) তাদের জীবনে সৌভাগ্য (good luck) নিয়ে আসতে পারে, আবার কিছু সংখ্যা নেতিবাচক প্রভাব ফেলে। তাই তাঁরা গাড়ি, মোবাইল নম্বর, এমনকি বাড়ির নম্বরও সংখ্যার ভিত্তিতেই বেছে নেন। এই তালিকায় শুধু সাধারণ মানুষই নন, বহু বিশিষ্ট ব্য়ক্তিও রয়েছেন। আর, তাঁরা বিশ্বাস করেন, এই সব সংখ্যার জোরেই তাঁদের জীবনে সাফল্য এসেছে।