Horoscope Buddha Purnima 2025: বুদ্ধ পূর্ণিমায় বিরল যোগ, খুলে যেতে পারে এই ৩ রাশির ভাগ্যের দরজা, আচমকা ধনলাভের সম্ভাবনা

Buddha Purnima 2025: ১২ মে বুদ্ধ পূর্ণিমায় বিরল যোগে এই কয়েকটি রাশির জাতকদের জীবনে আসতে পারে আর্থিক সমৃদ্ধি এবং সুখবর। তাঁদের ধনলাভ ও সামাজিক প্রতিপত্তি বাড়বে।

Buddha Purnima 2025: ১২ মে বুদ্ধ পূর্ণিমায় বিরল যোগে এই কয়েকটি রাশির জাতকদের জীবনে আসতে পারে আর্থিক সমৃদ্ধি এবং সুখবর। তাঁদের ধনলাভ ও সামাজিক প্রতিপত্তি বাড়বে।

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope: রাশিচক্র

Horoscope: রাশিচক্র।

Buddha Purnima 2025: ২০২৫ সালের ১২ মে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই পূর্ণিমা তিথিতে গঠিত হতে চলেছে দুটি বিরল ও অত্যন্ত শুভ যোগ— রবি যোগ এবং বরিয়ান যোগ। এই দুই যোগ একসঙ্গে গঠিত হওয়া অত্যন্ত বিরল এবং তা নির্দিষ্ট কিছু রাশির (Bengali Horoscope) ভাগ্য বদলে দিতে পারে।

Advertisment

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বছর বুদ্ধ পূর্ণিমায় তিনটি রাশির ওপর সবচেয়ে ইতিবাচক প্রভাব পড়বে। এই তিন রাশি হল— বৃষ, কর্কট ও ধনু। এই রাশির জাতকদের জন্য আর্থিক লাভ, মানসিক শান্তি এবং পেশাগত উন্নতির (good luck) শুভ যোগ রয়েছে। 

আরও পড়ুন- ৩০ বছর পর শনি বক্রী! খুলছে এই ৩ রাশির ভাগ্যের দরজা, হঠাৎ অর্থলাভ, খ্যাতি-প্রতিপত্তির ব্যাপক সম্ভাবনা

Advertisment

বৃষ রাশি (Taurus)

এই রাশির জাতকদের জন্য বুদ্ধ পূর্ণিমা এক নতুন সূচনা হতে পারে। দীর্ঘদিন ধরে যারা আর্থিক অনিশ্চয়তা অথবা ঋণের সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য এই সময়টি স্বস্তি বয়ে আনতে পারে। হঠাৎ অর্থাগমের যোগ আছে, যা সম্পত্তি সংক্রান্ত বিষয় বা বিনিয়োগ থেকে আসতে পারে। কেরিয়ারে পুরোনো জট খুলে নতুন দরজা খুলতে পারে। পাশাপাশি পারিবারিক জীবনেও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- শুক্রের রাশিচক্রে বড় পরিবর্তন, খুলছে এই ৩ রাশির ভাগ্যের দরজা!

কর্কট রাশি (Cancer)

বুদ্ধ পূর্ণিমার এই শুভ যোগ কর্কট রাশির জাতকদের জন্য ভাগ্যের নতুন দরজা খুলে দিতে পারে। ঘরে শান্তি আসবে এবং পরিবারে খুশির পরিবেশ বিরাজ করবে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি খুবই উপযুক্ত— পড়াশোনায় মনোযোগ বাড়বে, ভালো ফলাফল আসবে। চাকুরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে। মানসিক শান্তির পাশাপাশি সম্মান ও পরিচিতিও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- একযুগ পর মিথুন রাশিতে বৃহস্পতি, কেমন প্রভাব পড়বে ১২ রাশির জীবনে?

ধনু রাশি (Sagittarius)

এই রাশির জাতকরা এই সময় নতুন কিছু শেখার সুযোগ পাবেন এবং সৃষ্টিশীল কাজের প্রতি আকর্ষণ বাড়বে। যারা নতুন চাকরি বা ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁদের জন্য এই সময় শুভ। হঠাৎ ধনলাভের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ভ্রমণ সম্পর্কিত ক্ষেত্রে লাভ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে এবং সামাজিক সম্মান বাড়বে।

আরও পড়ুন- ৫০০ বছর পর বিরল যোগ, শনি-বুধ একইসঙ্গে উলটো পথে! খুলে যাবে এই ৩ রাশির ভাগ্যের দরজা

তবে, সব সময় মাথায় রাখতে হবে, ভাগ্যের ভরসায় পড়ে থাকলে কিন্তু চলবে না। ভাগ্য শুধু সহায়তা করে। নিজের কাজটা জাতক ও জাতিকাদের নিজেদেরই করতে হবে।

Buddha Purnima good luck Bengali Horoscope