Shani Amavashya 2025: শনি অমাবস্যায় জীবনের সব সমস্যা কাটিয়ে ওঠার সেরা সুযোগ, জানুন কীভাবে হাতে নাতে পাবেন ফল

Shani Amavasya 2025: আগামীকাল ২৯ শে মার্চ, চৈত্র মাসের শনি অমাবস্যা। বিশেষ এই অমবস্যায় অনেকেই উপবাস করেন এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে থাকেন।

Shani Amavasya 2025: আগামীকাল ২৯ শে মার্চ, চৈত্র মাসের শনি অমাবস্যা। বিশেষ এই অমবস্যায় অনেকেই উপবাস করেন এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে থাকেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Shani Amavasya 2025

শনি অমাবস্যায় জীবনের সব সমস্যা কাটিয়ে ওঠার সেরা সুযোগ, জানুন কীভাবে হাতে নাতে পাবেন ফল Photograph: (ফাইল চিত্র)

Shani Amavasya 2025: সনাতন ধর্মে 'শনি অমাবস্যা'কে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। আগামীকাল ২৯ শে মার্চ, চৈত্র মাসের শনি অমাবস্যা। বিশেষ এই অমাবস্যায় অনেকেই উপবাস করেন এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে থাকেন।

Advertisment

কথিত আছে যে শনি অমাবস্যায় ভগবান বিষ্ণু ও শনি দেবের পুজা-পাঠে শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন আজকের এই প্রতিবেদনে জানুন শনি অমাবস্যার মুহুর্ত এবং উপাসনার পদ্ধতি। হিন্দু ক্যালেন্ডার অনুসারে শনি আমবস্যা ২৯ শে মার্চ। বিশ্বাস করা হয় যে এই দিনে কিছু সহজ পদক্ষেপের মাধ্যমে জীবনের মিলবে বিরাট সাফল্য।  

  • শনি অমাবস্যার দিনে শনি মন্দিরে সরিষার তেল, কালো তিল  দান করতে পারেন।
  • এই দিন হনুমান চালিসা পাঠ করুন। 
  • গবীবদের সরিষার তেল, জুতা এবং চপ্পলও দান করলে দারুণ ফল মিলতে পারে।
  • কালো কুকুর, কাককে খাওয়াতে পারেন।
  • স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন। 

২০২৫ সালের শনি অমাবস্যা ২৮ মার্চ সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে শুরু হবে এবং ২৯ মার্চ বিকেল ৪ টে ২৭ মিনিটে শেষ হবে। সনাতন ধর্মে অমাবস্যা তিথিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় এবং এবার চৈত্র অমাবস্যা ২৯ মার্চ পালিত হবে। 

Advertisment

শনি আমবস্যা পূজা বিধি
শনি অমাবস্যার দিন, খুব সকালে ঘুম থেকে উঠে স্নানের জলে কিছু গঙ্গা জল কালো তিল মিশিয়ে স্নান করুন। স্নানের পর বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান। আপনি এই দিনেও উপোস করতে পারেন। তাতে বিশেষ ফল পাবেন। এই দিনে শনি চালিসা পাঠ করুন।  

Horoscope