Advertisment

Shani Sasha Yog: ৩০ বছর পর মকর সংক্রান্তিতে শনির শশ মহাপুরুষ যোগ, ভাগ্যের চাকা ঘুরবে এই ৪ রাশির

Shani Sasha Yog in Makar Sankranti: ২০২৫ সালে ৩০ বছর পর, মকর সংক্রান্তিতে একটি বিস্ময়কর কাকতালীয় ঘটনা ঘটেছে। মকর সংক্রান্তিতে শনি কুম্ভ রাশিতে শশ মহাপুরুষ যোগ তৈরি করেছে। আর শনির রাজযোগে ৪ রাশির কপাল খুলে যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Shanidev Astrology Tips 2025: নতুন বছর ২০২৫ সালে রাজত্ব করবেন শনিদেব

Shanidev Astrology Tips 2025: নতুন বছর ২০২৫ সালে রাজত্ব করবেন শনিদেব

Shani Sasha Yog in Makar Sankranti: বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, মকর সংক্রান্তির দিন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মকর সংক্রান্তিতে কেটে যায় খরমাস। মাঘ মাসে সব ধরনের মাঙ্গলিক কাজ পুনরায় শুরু করা যায়। ২০২৫ সালে ৩০ বছর পর, মকর সংক্রান্তিতে একটি বিস্ময়কর কাকতালীয় ঘটনা ঘটেছে। মকর সংক্রান্তিতে শনি কুম্ভ রাশিতে শশ মহাপুরুষ যোগ তৈরি করেছে। আর শনির রাজযোগে ৪ রাশির কপাল খুলে যাবে।

Advertisment

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের জন্য সুবর্ণ সময় শুরু হবে। শনিদেবের কৃপায় মকর রাশির জাতক-জাতিকাদের নানা সমস্যার সমাধান হবে। পরিবারের সমর্থন পাবেন। অর্থ উপার্জনের ভাল সুযোগ আসবে। ঋণ থেকে মুক্তি পাবেন।

মিথুন রাশি

Advertisment

মিথুন রাশির জাতকরা শনিদেবের কৃপায় বিশেষভাবে উপকৃত হবেন মকর সংক্রান্তির পরবর্তী সময়ে। এই রাশির জাতকদের সঙ্কটকাল কেটে ভাল ঘটনা ঘটবে। অনেক ভাল খবর পাবেন। ব্যবসায়ীরা প্রচুর লাভ করবেন। কোনও নতুন মানুষের সঙ্গে দেখা হবে। যার জন্য জীবনে ভাল প্রভাব পড়বে। শ্রমজীবীদের উন্নতি হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতির তৃতীয় পর্বের মধ্য দিয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। মকর সংক্রান্তিতে শনির বিশেষ কৃপা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। পুরনো বন্ধুরা সাহায্যের জন্য এগিয়ে আসবেন। হঠাৎ অর্থলাভ হতে পারে। জমি-জমা সংক্রান্ত বিষয়ে আয় হবে। আটকে থাকা কাজ শেষ হবে।

তুলা রাশি

শনির শশ মহাপুরুষ যোগ তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় নিয়ে আসবে। ব্যবসায়ে অর্থনৈতিক উন্নতির প্রবল যোগ রয়েছে। কর্মজীবনে ভাল খবর পাবেন। চাকরিপ্রার্থীদের জন্য ভাল সময় শুরু হবে। নতু চাকরি পেতে পারেন। চেষ্টা ছাড়বেন না।

বিধিবদ্ধ সতর্কীকরণ

গ্রহের পরিবর্তন জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে। কোনও রাশির জাতক-জাতিকার জীবনে কী প্রভাব পড়বে তা গ্রহনক্ষত্রের উপর নির্ভর করছে। এ সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার নিজস্ব কোনও মতামত নেই। কোনও রকম পরামর্শ এবং তথ্যের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

rashifal Makar Sankranti Horoscope Bengali Horoscope Shani
Advertisment