Shukra Margi 2025: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দৈত্যগুরু শুক্র বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন। প্রেম, সৌন্দর্য, কলা, ধন, বৈভব এবং সুখ-সুবিধার কারক শুক্রের বক্রী চালের জন্য কিছু রাশির জাতকের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। প্রায় ৪৩ দিন বক্রী চালের পর ১৩ এপ্রিল শুক্র সকাল ৬.৩১ মিনিটে মীন রাশিতে মার্গী চালে চলবেন। শুক্রের মার্গী হওয়ার দরুন কিছু রাশির জাতকের ভাগ্য চমকাতে চলেছে। জেনে নিন ভাগ্যবান রাশিগুলি কী কী-
মেষ রাশি
মেষ রাশির জাতকের জন্য শুক্রের মার্গী চাল অনেক লাভদায়ক হতে পারে। এই রাশির দ্বাদশ স্থানে শুক্র মার্গী হবে। এই রাশির জাতকের প্রত্যেক ক্ষেত্রে অপার সাফল্য আসবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পরিবারের সঙ্গে লম্বা সময় ধরে চলা বিবাদ এবার সমাপ্ত হবে। সেইসঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগও আসবে। ধনসঞ্চয় করতে সফল হবেন। একইসঙ্গে পরিবারের মধ্যে চলা মতপার্থক্যও দূর হবে।
কর্কট রাশি
ধনদাতা শুক্রের মার্গী চালে কর্কট রাশির জাতকদের জন্য লাভদায়ক সিদ্ধ হতে পারে। প্রত্যেক ক্ষেত্রে অপার সাফল্য আসবে। মামলা-মোকদ্দমা, শাসন-প্রশাসনের কাজে প্রচুর সাফল্য আসবে। আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে। সেইসঙ্গে পিতা, গুরু, মেন্টরের সম্পূর্ণ সমর্থন পাবেন। যার কারণে আপনি নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হবেন। ঘর-পরিবার বা কোনও আত্মীয়ের বাড়িতে মাঙ্গলিক কাজে অংশ নেবেন। ভূমি-বাড়ি বা বাহন সংক্রান্ত মামলায় লাভ হবে। জীবনে সুখ-শান্তি আসবে।
আরও পড়ুন শনির পর দেবগুরু বৃহস্পতি দেখাবে খেলা, বিলাসবহুল জীবন কাটাবে এই ৩ রাশি, প্রচুর ধনলাভ হবে
বৃশ্চিক রাশি
শুক্র মীন রাশিতে মার্গী হওয়ার ফলে এই রাশির জাতকরা ভাগ্যবান হতে পারেন। বৃশ্চিক রাশির জাতকরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাবেন। চাকরি, ব্যবসায় প্রচুর লাভ হবে। বেকাররা ভাল চাকরি পাবেন। নতুন চাকরিরও অনেক প্রস্তাব আসবে। প্রেমজীবনে ভাল সময় যাবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে নানারকম বিবাদ এবার শেষ হবে। পড়ুয়াদের জন্য অনুকূল সময় থাকবে। সন্তানের তরফ থেকে সুখবর পাবেন। জীবনে সুখ-শান্তি আসবে।
আরও পড়ুন হোলির পরেই 'খেলা দেখাবে' শুক্র, সুখ-সমৃদ্ধি-সম্পদের কোন অভাব হবে না, কোন কোন রাশির ভাগ্য বদলাবে?