Shukra Shani Rahu Yuti 2025: মার্চের শেষে বদলে যাবে ৩ রাশির ভাগ্য! ত্রিগ্রহী যোগে অপার ধনসম্পদ লাভের সুযোগ

Shukra Shani Rahu Yuti 2025:

Shukra Shani Rahu Yuti 2025:

author-image
IE Bangla Web Desk
New Update
Shukra Shani Rahu Yuti 2025: ২৯ মার্চ শনির গোচরের সময় শুক্র ও রাহুর সঙ্গে মিলিত হয়ে ত্রিগ্রহী যোগের সৃষ্টি হবে

Shukra Shani Rahu Yuti 2025: ২৯ মার্চ শনির গোচরের সময় শুক্র ও রাহুর সঙ্গে মিলিত হয়ে ত্রিগ্রহী যোগের সৃষ্টি হবে

Shukra Shani Rahu Yuti 2025: প্রাচীন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রায় আড়াই বছর পর কর্মফল দাতা ও ন্যায়াধিপতি শনি গ্রহ রাশি পরিবর্তন করে। কুম্ভ রাশি থেকে বেরিয়ে শনি তার নিজ স্থান ছেড়ে বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবে। এই পরিবর্তন থেকে কিছু রাশির জীবনে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে। মীন রাশিতে আগে থেকেই শুক্র, বুধ, সূর্য এবং রাহু বিদ্যমান রয়েছে এবং এরা একত্রে যোগ তৈরি করেছে। ২৯ মার্চ শনির গোচরের সময় শুক্র ও রাহুর সঙ্গে মিলিত হয়ে ত্রিগ্রহী যোগের সৃষ্টি হবে। মীন রাশিতে শনির অবস্থান কুম্ভের তুলনায় বেশ প্রভাব ফেলবে।

Advertisment

যেসব রাশির জীবনে বদল আসতে পারে:

বৃষ রাশি:

বৃষ রাশির জাতকদের জন্য এই সময় উপকারী হতে পারে। ত্রিগ্রহী যোগ জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। দীর্ঘদিন ধরে যেসব পরিকল্পনা ঝুলে ছিল, তা সফল হবে। স্বাস্থ্য ভাল থাকবে। কর্মস্থলে উন্নতির সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। ব্যবসা বাড়ানোর নতুন পরিকল্পনা সফল হতে পারে।

Advertisment

আরও পড়ুন গ্রহের সেনাপতি মঙ্গলের খেলা শুরু, চৈত্র নবরাত্রিতে সুবর্ণ সময় এই ৩ রাশির, অপার ধনসম্পদ লাভ হবে

মিথুন রাশি:

মিথুন রাশির জন্য ভাগ্যের সহায়তা মিলতে পারে। ত্রিগ্রহী যোগের প্রভাব মান-সম্মান ও আর্থিক লাভ বাড়াবে। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা থাকবে এবং সংসারে সুখের পরিবেশ তৈরি হবে। নতুন উদ্যোগ গৃহীত হলে, তা সফল হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন চৈত্র নবরাত্রিতে এই তিন কাজ ভুলেও নয়, জানুন কোন দিন কোন রঙের পোশাকে মিলবে দেবীর কৃপা

কুম্ভ রাশি:

মীন রাশিতে শনির প্রবেশ কুম্ভ রাশির জন্য সাড়েসাতীর শেষ পর্যায়ের সূচনা হবে। ত্রিগ্রহী যোগ জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। ধন বৃদ্ধির বিশেষ সুযোগ আসবে। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল হতে পারে। নতুন চাকরি বা ব্যবসা বৃদ্ধির চিন্তাভাবনা সফল হবে।

Bengali Horoscope Horoscope Shani