Advertisment

Shukra Uday 2025: ১২ মাস পর ফের উদয় হবে ধনদাতা শুক্রের, হঠাৎ টাকার ফোয়ারা, সুখ-বৈভব এই ৩ রাশির জীবনে

Shukra Uday In Meen Rashi: শুক্রের উদয়ে কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে। এই রাশির আকস্মিক ধনলাভ এবং ভাগ্যোদয় যোগ হতে পারে। কোন কোন রাশির সৌভাগ্য প্রাপ্তি হবে জেনে নিন

author-image
IE Bangla Web Desk
New Update
Shukra Uday 2025: শুক্রের উদয়ে কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে

Shukra Uday 2025: শুক্রের উদয়ে কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে

Venus Uday In Meen: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে বৈভব, বিলাসিতা, ধন, আভিজাত্য এবং কামের কারক মনে করা হয়। এই কারণে শুক্র গ্রহের চলনে বদল এলেই, কিছু কিছু ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়ে। বলে রাখা ভাল, শুক্র গ্রহ মার্চ মাসে উদয় হতে চলেছে। শুক্র গ্রহ এবার নিজের উচ্চরাশি মীনে উদয় হবে। এই অবস্থায় শুক্রের উদয়ে কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে। এই রাশির আকস্মিক ধনলাভ এবং ভাগ্যোদয় যোগ হতে পারে। কোন কোন রাশির সৌভাগ্য প্রাপ্তি হবে জেনে নিন-

Advertisment

কুম্ভ রাশি (Kumbh Zodiac)

এই রাশির জাতক-জাতিকাদের শুক্র উদয়ে সৌভাগ্যলাভ হতে পারে। কারণ এই রাশিতে শুক্র গ্রহ ধন এবং বাণী স্থানে উদয় হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনার আকস্মিক ধনলাভ হবে। আপনার ব্যক্তিত্বে উন্নতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। আর্থিক স্থিতি আগের থেকে ভাল হবে। বেশি ভাবনাচিন্তা করবেন না। মন প্রসন্ন রাখুন। জীবনসঙ্গীর সঙ্গ পাবেন। আপনার কথাবার্তায় প্রভাব পড়বে, মানুষ আপনার কথায় মুগ্ধ হবেন।

ধনু রাশি (Dhanu Zodiac)

Advertisment

শুক্র গ্রহের উদয় ধন রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল হতে পারে। কারণ শুক্র গ্রহ আপনার রাশির চতুর্থ স্থানে উদয় হতে চলেছে। এই সময়ে আপনার সুখ-সমৃদ্ধি লাভ হবে। এই সময়ে নতুন বাহন এবং সম্পত্তি ক্রয় হতে পারে। একইসঙ্গে এই সময়ে অনেক আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বিশেষ করে ব্যবসা, রিয়েল এস্টেট, জমিজমা বিক্রির কাজে যুক্ত ব্যক্তিরা লাভবান হবে।

আরও পড়ুন ২০২৫ সালে এই ৪ রাশির জীবনে প্রেমের বান আসবে, আরও মধুর হবে দাম্পত্য জীবন

মিথুন রাশি (Mithun Zodiac)

শুক্র গ্রহের উদয় মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য লাভদায়ক হতে পারে। কারণ শুক্রদেব আপনার গোচর কুণ্ডলীর কেরিয়ার এবং ব্যবসার স্থানে উদিত হতে চলেছেন। এই কারণে এসময়ে ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে প্রচুর লাভ হবে। বেকারদের নতুন চাকরির যোগ রয়েছে। ব্যক্তিগত ভাবে আপনার সম্পর্কগুলিতে অনেক প্রভাব পড়বে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। ঘর-পরিবারে খুশির পরিবেশ থাকবে। ব্যবসায়ীদের ব্যবসায় শ্রীবৃদ্ধি হতে চলেছে।

Bengali Horoscope Horoscope rashifal Astrology
Advertisment