Sun and Mangal Pratiuti Yog: ২০২৫ সালে মালামাল হবে এই ৩ রাশি, সূর্য এবং মঙ্গলের চালে ভাগ্য খুলে যাবে

Sun and Mangal Pratiyuti Yog: ২৫ ডিসেম্বর ২০২৪ বুধবার সূর্য এবং মঙ্গল একে অপরের ১৫০ ডিগ্রিতে অবস্থান করবে। যার কারণে প্রতিযুতি যোগ তৈরি হবে। যার ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sun and mangal pratiuti yog: ২৫ ডিসেম্বর ২০২৪ বুধবার সূর্য এবং মঙ্গল একে অপরের ১৫০ ডিগ্রিতে অবস্থান করবে

Sun and mangal pratiuti yog: ২৫ ডিসেম্বর ২০২৪ বুধবার সূর্য এবং মঙ্গল একে অপরের ১৫০ ডিগ্রিতে অবস্থান করবে

Sun and Mars Conjunctional: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সময়ে সময়ে রাশিচক্রের গ্রহগুলি রাশি পরিবর্তন করে শুভ রাজযোগ তৈরি করে। যার প্রভাব মানব জীবন এবং দেশ-দুনিয়ার উপর লক্ষ্য করা যায়। বলা ভাল, ২৫ ডিসেম্বর ২০২৪ বুধবার সূর্য এবং মঙ্গল একে অপরের ১৫০ ডিগ্রিতে অবস্থান করবে। যার কারণে প্রতিযুতি যোগ তৈরি হবে। যার ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে পারে। সেইসঙ্গে এই রাশির জাতক-জাতিকাদের কেরিয়ার এবং ব্যবসাতেও শুভ সূচনা হতে পারে। আসুন জেনে নিই ভাগ্যবান রাশিগুলি কী কী

Advertisment

মিথুন রাশি

এই রাশির জন্য সূর্য এবং মঙ্গলের প্রতিযুতি যোগ লাভদায়ক হতে পারে। এই সময়ে আকস্মিক অর্থলাভ হতে পারে। সঙ্গে ব্যবসায়ীদের প্রচুর ধনসম্পদ লাভ হতে পারে। ব্যবসাতেও বৃদ্ধি হবে। কোথাও আটকে থাকা টাকা-পয়সা পেয়ে যেতে পারেন। চাকুরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে নয়া দায়িত্ব লাভ হতে পারে। নতুন বাহন বা সম্পত্তি ক্রয় করতে পারেন। সূর্যদেবের প্রভাবে আত্মবিশ্বাসও বাড়বে।

আরও পড়ুন ২০২৫ সালে রাজত্ব করবে শনি! এই ৩ রাশির উপর দৃষ্টি থাকবে, ভুল হলেই সর্বনাশ

Advertisment

বৃশ্চিক রাশি

সূর্য এবং মঙ্গলের প্রতিযুতি যোগে বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ ফলদায়ী হতে পারে। এই সময়ে আপনার আয়-উপার্জন অনেক বাড়বে। সেইসঙ্গে কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজকর্মে যুক্ত হবেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি আসবে। এই সময়ে আপনি দেশ-বিদেশেও ঘুরতে যেতে পারেন। দীর্ঘদিন ধরে চলা সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটবে। আধ্যাত্মিক গতিবিধি বাড়বে।

আরও পড়ুন ২০২৫ সালের জানুয়ারি মাসেই সৌভাগ্যবান হবে ৩ রাশি! নতুন বছরে টাকার ফোয়ারা

কর্কট রাশি

সুর্য এবং মঙ্গলের প্রতিযুতি যোগ এই রাশির জাতকের জন্য লাভদায়ক হবে। ব্যবসায়ীদের মোটা টাকা মুনাফা হবে। সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। যে জাতক সিঙ্গল তাঁর জীবনে প্রেম আসবে। কোনও সঙ্গীর সঙ্গে দেখা হবে। এই সময়ে টাকা-পয়সা সঞ্চয়ে মন বসবে। কোনও স্কিমে টাকা রাখলে তাতে সাফল্য আসবে। কর্মহীনরা নতুন চাকরি পেতে পারেন।

বিধিবদ্ধ সতর্কীকরণ

গ্রহের পরিবর্তন জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে। কোনও রাশির জাতক-জাতিকার জীবনে কী প্রভাব পড়বে তা গ্রহনক্ষত্রের উপর নির্ভর করছে। এ সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার নিজস্ব কোনও মতামত নেই। কোনও রকম পরামর্শ এবং তথ্যের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

sun Mars Astrology Horoscope Bengali Horoscope