Sun-Mercury Conjunction: সূর্য-বুধের যুগলবন্দিতে ৪ রাশির ভাগ্যে আসবে বিরাট পরিবর্তন, ধনদৌলত ও সম্মানপ্রাপ্তির বড় সুযোগ!

Sun-Mercury Conjunction: বৃষ রাশিতে সূর্য ও বুধের যুগলবন্দিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। যাতে এই ৪ রাশির জীবনে জ্যোতিষ মতে আচমকা আসবে ইতিবাচক পরিবর্তন ও উন্নতির সুযোগ। জানুন বিস্তারিত।

Sun-Mercury Conjunction: বৃষ রাশিতে সূর্য ও বুধের যুগলবন্দিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। যাতে এই ৪ রাশির জীবনে জ্যোতিষ মতে আচমকা আসবে ইতিবাচক পরিবর্তন ও উন্নতির সুযোগ। জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Maghi Purnima 2025: মাঘী পূর্ণিমার দিল কপাল খুলবে ৩ রাশির

Horoscope: কয়েকটি রাশির জাতকদের অভাবনীয় উন্নতি হবে।

Horoscope, Sun and Mercury: ২০২৫ সালের এপ্রিলের শেষে সূর্য ও বুধ বৃষ রাশিতে একসঙ্গে অবস্থান করতে চলেছে। এই জ্যোতিষ সংযোগকে বলা হয় "বুধাদিত্য যোগ" যা মেধা, যোগাযোগ দক্ষতা ও আত্মপ্রকাশের শক্তিকে তীব্রতর করে তোলে। বৃষ রাশি হচ্ছে এক ভূমিপ্রধান ও ধৈর্যশীল রাশি, যেখানে সৌন্দর্য ও স্থিতিশীলতা প্রাধান্য পায়। এই দুই গ্রহের মিলনে নির্দিষ্ট কিছু রাশির জন্য আসছে অপ্রত্যাশিত সাফল্য, আর্থিক উন্নতি ও সম্পর্কের স্থায়ীত্ব।

Advertisment

কোন কোন রাশি সবচেয়ে বেশি উপকৃত হবে?

১. বৃষ (Taurus):
নিজের রাশিতে এই যুগলবন্দি হওয়ায় বৃষ জাতক-জাতিকারা আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। আর্থিক দিক ভালো থাকবে এবং কাজের জায়গায় মানসিক প্রশান্তি আসবে। যাঁরা প্রেমের সম্পর্কে আছেন, তাঁদের জন্য সময়টা বিশেষভাবে শুভ।

২. কন্যা (Virgo):
এই রাশি বুধ দ্বারা শাসিত, ফলে বুধের শক্তিশালী অবস্থান কন্যা রাশির জাতকদের বুদ্ধিবৃত্তিক ও যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে দেবে। শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ আসতে পারে।

Advertisment

আরও পড়ুন- ২৯ এপ্রিল থেকে মহা যোগ, খুলবে এই রাশিগুলোর ভাগ্যের দুয়ার! মিলবে অঢেল ধন-সম্মান

৩. মকর (Capricorn):
বৃষ ও মকর — উভয়ই ভূমি উপাদানের রাশি। এই সংযোগ কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক বিনিয়োগে লাভ আনবে। ব্যবসার নতুন দিক খুলে যেতে পারে।

আরও পড়ুন- শরীরের কোন অংশে তিল থাকলে, সেটা কীসের ইঙ্গিত দেয়? জেনে নিন, জ্যোতিষশাস্ত্র কী বলছে

৪. মীন (Pisces):
সূর্য-বুধের এই মিলন মীন রাশির জাতকদের সৃজনশীল কাজে সাফল্য এনে দেবে। যাঁরা লেখালেখি, মিডিয়া বা প্রকাশনার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সময়টা অত্যন্ত লাভজনক।

আরও পড়ুন- শনি দেবের নতুন চাল, খুলে যাবে ৩ রাশির ভাগ্যের দ্বার, কেরিয়ার-ব্যবসায় উন্নতির সম্ভাবনা তুঙ্গে!

কারা একটু সতর্ক থাকবেন?

মেষ, সিংহ ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময় কিছু মানসিক চাপে ভরা হতে পারে। কথায় ভুল বোঝাবুঝি বা সম্পর্কের টানাপোড়েন এড়াতে সংযম প্রয়োজন।

আরও পড়ুন- ২৪ বছর পর বিরল যোগ, লক্ষ্মী মাতার আশীর্বাদে এই ৩ রাশির ভাগ্যে আসছে অগাধ অর্থ ও সম্মান

করণীয় টিপস:

  • প্রতিদিন সূর্য নমস্কার ও “বুধ” মন্ত্র জপ করলে গ্রহদোষ কমবে।

  • বুধবার সবুজ রঙের জামা ও শুকনো মুগ ডাল দান করলে শুভ ফল পাওয়া যাবে।

  • নিজের মতামত প্রকাশে সংযত থাকুন, বেশি কথায় সমস্যা হতে পারে।

আরও পড়ুন- বুধ ও শনি ১ মে তৈরি করছে ধনযোগ! ভাগ্য খুলে যাবে এই ৩ রাশির

এই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে, আপনার রাশির ভাগ্যে আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন।

sun Mercury Horoscope