Surya Gochar 2025: অর্থসমস্যা চিন্তা বাড়াবে, কাছের মানুষকে বিশ্বাস করলেই সর্বনাশ! সূর্য গোচরে কোন কোন রাশির উপর বিরাট প্রভাব?

Surya Gochar 2025: হোলির দিনই বিরাট 'কাকতালীয় যোগ'। কোন কোন রাশির জীবনে অর্থ সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে? জানুন আজকের এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
suntransit in pisces know career growth for aries taurus and gemini

অর্থসমস্যা চিন্তা বাড়াবে, কাছের মানুষকে বিশ্বাস করলেই সর্বনাশ! সূর্য গোচরে কোন কোন রাশির উপর বিরাট প্রভাব?

Surya Gochar 2025: হোলির দিনই বিরাট 'কাকতালীয় যোগ'। কোন কোন রাশির জীবনে অর্থ সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে? জানুন আজকের এই প্রতিবেদনে। 

Advertisment

১৪ মার্চ সূর্য মীন রাশিতে গোচর করবে, বর্তমানে সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করছে। আসুন জেনে নেওয়া যাক মীন রাশিতে সূর্যদেবের গোচরে কোন রাশির জাতকরা মালামাল হয়ে উঠবেন?

মেষ রাশির জাতক জাতিকারা নতুন কোন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন। যারা চাকুরির চেষ্টা করছেন তাদের নামি সংস্থায় কর্ম প্রাপ্তির সেরা সুযোগ। কর্মক্ষেত্রে সকল বাধা দূর হবে। 

সূর্যের গোচরের কারণে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে।  মা- বাবার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। চাকরি পাওয়ার বিশেষ সম্ভাবনা।

Advertisment


মিথুন রাশির জাতক-জাতিকারা দীর্ঘদিনের ঋণের সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যবসায় বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা। বিনিয়োগের পরিকল্পনা সফল হতে পারে। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা। 

সূর্যের রাশি বদলের কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।  আসুন জেনে নেওয়া যাক কোন রাশির মানুষরা এই সময়কালে চ্যালেঞ্জের মুখে পড়বেন?

কন্যা রাশি
সূর্য গোচরের কারণে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে  উত্থান-পতনের মুখোমুখি হতে হতে পারেন। এই রাশির জাতক জাতিকাদের পার্টনারশিপ ব্যবসা করার ক্ষেত্রে আগে ভাগেই সাবধান হোন। অর্থের অভাব দেখা দিতে পারে। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা। রাগ এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ।  সমাধান হিসেবে, সূর্যকে জল অর্পণ করুন।

তুলা রাশির জাতক-জাতিকারা এই সময়কালে আইনি ঝামেলার মুখে পড়তে পারেন। ভেবেচিন্তে বড় অঙ্কের লেনদেন করুন। প্রয়োজনের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করবেন না। মানসিক চাপ বাড়বে। সমাধান হিসেবে, ভগবান শিবের উপাসনা করুন।

সূর্যের গোচরের কারণে মীন রাশির জাতক-জাতিকাদের   আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তবে স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পেট এবং মাথা ব্যাথার সমস্যা কষ্ট দেবে। কর্মক্ষেত্রে বিতর্কিত পরিস্থিতি এড়িয়ে চলতে হবে।  আর্থিক অবস্থার অবনতির কারণে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। সমাধান হিসেবে, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন।

Horoscope Bengali Horoscope