Surya Gochar 2025: ১২ মাস পর গ্রহের রাজা সূর্যদেবের গোচর, এই ৩ রাশির সুবর্ণ সময় শুরু, ধনসম্পত্তির জোয়ার আসবে

Surya Gochar 2025: জ্যোতিষবিদদের মতে, সূর্য দেবতা শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবেন। সূর্য দেবতার নক্ষত্র পরিবর্তনের ফলে বহু রাশির জাতকদের উপকার হবে। এই রাশিগুলির জীবনে নতুন ভোর আসবে।

Surya Gochar 2025: জ্যোতিষবিদদের মতে, সূর্য দেবতা শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবেন। সূর্য দেবতার নক্ষত্র পরিবর্তনের ফলে বহু রাশির জাতকদের উপকার হবে। এই রাশিগুলির জীবনে নতুন ভোর আসবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Surya Gochar 2025: সূর্য দেবতার নক্ষত্র পরিবর্তনের ফলে বহু রাশির জাতকদের উপকার হবে

Surya Gochar 2025: সূর্য দেবতার নক্ষত্র পরিবর্তনের ফলে বহু রাশির জাতকদের উপকার হবে Photograph: (ফাইল ছবি)

Surya Gochar 2025: জ্যোতিষশাস্ত্রে সূর্য দেবতাকে আত্মার কারক হিসাবে গণ্য করা হয়। সূর্য দেবতার পুজো করলে উপাসক ইচ্ছামতো বর পেতে পারেন। এর পাশাপাশি কর্মজীবনেও নতুন দিশা পাওয়া যায়। জন্মছকে সূর্য দুর্বল হলে জাতককে কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এ জন্য জ্যোতিষবিদরা প্রতিদিন সূর্য দেবতার পুজো করার পরামর্শ দেন।

Advertisment

জ্যোতিষবিদদের মতে, সূর্য দেবতা শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবেন। সূর্য দেবতার নক্ষত্র পরিবর্তনের ফলে বহু রাশির জাতকদের উপকার হবে। এই রাশিগুলির জীবনে নতুন ভোর আসবে। চলুন, এই রাশিগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন বুধের গোচরে আগামী সপ্তাহেই ভাগ্য বদল, অর্থপ্রাপ্তি কেউ আটকাতে পারবে না! কোন কোন রাশির 'সোনায় সোহাগা'?

মেষ রাশি

Advertisment

সূর্য দেবতা মেষ রাশির জাতকদের জন্য শুভ ফল প্রদান করেন। এই রাশির জাতকরা কর্মক্ষেত্র বা ব্যবসায় উন্নতি করেন। মেষ রাশির জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ থাকে। এই রাশির অধিপতি হলেন শক্তির কারক মঙ্গল দেব এবং আরাধ্য হনুমানজি। তাই মেষ রাশির জাতকেরা সবসময় উদ্যমী থাকেন এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকেন। সূর্য দেবতার কৃপায় কর্মজীবনে সাফল্য আসবে, স্থগিত কাজগুলি সম্পন্ন হবে, আয় বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ভালো থাকবে। কোনো ব্যক্তির মাধ্যমে কাজ সম্পন্ন হবে। বাড়িতে সুখের পরিবেশ সৃষ্টি হবে। বাড়ির পূর্বদিকে সূর্য দেবতার একটি ছবি রাখুন। এতে বাস্তু দোষ দূর হবে।

বৃষ রাশি

সূর্য দেবতার কৃপায় বৃ্ষ রাশির (Taurus Luck 2025) জাতকরা কর্মজীবনে উন্নতি পেতে পারেন। আগামী দিনে কর্মজীবন সংক্রান্ত সমস্যা দূর হবে। আর্থিক সংকট থেকে মুক্তি মিলবে। দেবগুরু বৃহস্পতি এবং সূর্য দেবতার কৃপা বৃ্ষ রাশির ওপর বর্ষিত হবে। তাঁদের কৃপায় বাড়ির সমস্ত অসুবিধা দূর হবে। ভাই-বোনদের থেকে স্নেহ পাওয়া যাবে। চাকরিতে পদোন্নতি ঘটবে। সরকারি চাকরিতে সাফল্য পাওয়া সম্ভব। সঠিক সময়ে এবং সঠিক স্থানে বিনিয়োগ করে লাভবান হওয়া যাবে। শেয়ার মার্কেটে বিনিয়োগ করেও লাভ হবে। সমস্ত অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে। বাড়িতে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হবে।

আরও পড়ুন শুক্রাদিত্য, বুধাদিত্য রাজযোগে সুখের সাগরে ভাসবেন কোন কোন রাশি? না চাইতেই আসবে কাঁড়ি কাঁড়ি টাকা

মীন রাশি

বর্তমান সময়ে গ্রহদের যুবরাজ বুধ দেব, আত্মার কারক সূর্য দেব এবং সুখের কারক শুক্র দেব মীন রাশিতে অবস্থান করছেন। বুধ ও শুক্রের যুগলবন্দি মীন রাশির জাতকদের সমস্ত ক্ষেত্রে সাফল্য এনে দেবে। পাশাপাশি জীবনে আনন্দের আগমন হবে। তবে, বিনিয়োগের আগে অবশ্যই বাড়ির প্রবীণ সদস্যদের পরামর্শ নিন। আবেগে ভেসে কোনও সিদ্ধান্ত নেবেন না। সম্মান বৃদ্ধি পাবে। পিতার সেবা করুন। শুভ কাজগুলোতে সাফল্য লাভ হবে। সরকারি কাজ থেকে সুখ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

Bengali Horoscope Horoscope Astrology