Advertisment

Trigrahi Yog 2025: ত্রিগ্রহী যোগে বিরাট লক্ষ্মীলাভ, এমাসেই কপাল খুলবে ৩ রাশির, চাকরি-ব্যবসায় আসবে সাফল্য

Trigrahi Yog Rashifal 2025: ত্রিগ্রহী যোগের বিশেষ প্রভাব পড়বে বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে। খুলবে ভাগ্যের দ্বার। সেইসব সৌভাগ্যবান রাশি কোনগুলি জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
February Horoscope, Trigrahi Yog Rashifal 2025

Trigrahi Yog Rashifal 2025: ত্রিগ্রহী যোগের ফলে লাভবান হবেন তিন রাশির জাতক-জাতিকা Photograph: (Trigrahi Yog Rashifal 2025: ত্রিগ্রহী যোগের ফলে লাভবান হবেন তিন রাশির জাতক-জাতিকা)

Trigrahi Yog Rashifal 2025: ফেব্রুয়ারি মাসেই কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্যদেব। বর্তমানে সেই রাশিতে রয়েছে শনি। চলতি মাসে বুধও কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ফলে শনি, বুধ এবং সূর্য গ্রহের কারণে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। যার বিশেষ প্রভাব পড়বে বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে। খুলবে ভাগ্যের দ্বার। সেইসব সৌভাগ্যবান রাশি কোনগুলি জেনে নিন।

Advertisment

জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট সময় অন্তর গ্রহ-নক্ষত্র রাশি পরিবর্তন করে। একে রাশি গোচর বলে। এই ঘর পরিবর্তনের ফলে ১২টি রাশির জাতক-জাতিকার জীবনে নানা রকম প্রভাব পড়ে। কিছু রাশির ভাগ্য খুলে যায়, প্রচুর ধনসম্পদ প্রাপ্তি হয়। আবার কিছু রাশির জীবনে নানান সমস্যা দেখা দেয়। 

মিথুন রাশি (Mithun Zodiac)

ত্রিগ্রহী যোগের ফলে মিথুন রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। আর্থিক দিক থেকে লাভ হবে। এইসময়ে মনের সুপ্ত বাসনা পূর্ণ হবে। চাকরিজীবীদের জন্য অত্যন্ত শুভ সময় হবে। এই সময়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। নতুন সম্পত্তি বা বাহন কেনার সম্ভাবনা তৈরি হবে। যাঁরা ব্যবসায় বিনিয়োগ করতে চান তাঁদের জন্য শুভ সময়। ব্যবসায় অনেক লাভ হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন এই সময়ে। প্রেম-ভালবাসায় সাফল্য আসবে। অবিবাহিতদের বিয়ের যোগ আছে। 

Advertisment

আরও পড়ুন 'মহালক্ষ্মী রাজযোগে' বিরাট প্রাপ্তি এই তিন রাশির, অর্থ-সম্পদ-সুখের অভাব হবে না

কর্কট রাশি (Karkat Zodiac)

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল পরিবেশ থাকবে। কর্মজীবনে সাফল্য আসবে। ব্যবসায়ীরাও সাফল্যের মুখ দেখবেন। সোনায় বিনিয়োগ করতে পারেন, লাভের মুখ দেখবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। মন-মাথা শান্ত রেখে কাজ করবেন। চাকরিক্ষেত্রে শুভ প্রভাব পড়বে। বিবাহিতরা দাম্পত্য জীবনে সুখ-শান্তি পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য আসবে, পদোন্নতি হতে পারে। নতুন চাকরির কথা ভাবলে ভাল ফল পাবেন।

তুলা রাশি (Tula Zodiac)

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময়। এইসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। এসময়ে সন্তানের কোনও শুভ সংবাদ পাবেন। আপনার মনও হাসি-খুশি থাকবে। এছাড়াও দূরে ঘুরতে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। লটারির টিকিট কাটলে এই সময় সাফল্য আসবে। মনের মতো চাকরি পেতে পারেন চাকরিজীবী-বেকাররা।

আরও পড়ুন ৩০ বছর পর বসন্ত পঞ্চমীতে শনিদেবের দুর্লভ রাজযোগ, টাকার জোয়ারে ভাসবে এই ৩ রাশি

বিধিবদ্ধ সতর্কীকরণ

গ্রহের পরিবর্তন জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে। কোনও রাশির জাতক-জাতিকার জীবনে কী প্রভাব পড়বে তা গ্রহনক্ষত্রের উপর নির্ভর করছে। এ সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার নিজস্ব কোনও মতামত নেই। কোনও রকম পরামর্শ এবং তথ্যের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Mithun Rashifal Tula Rashifal Karkat Rashifal Horoscope Bengali Horoscope
Advertisment