দেশ এবং রাজ্যজুড়ে নিয়োগ চলছে নানা সরকারি পদে। নর্থ ইস্ট ফ্রন্ট থেকে রাজ্যের টুরিস্ট পদে নিয়োগ চলছে জোরকদমে। সরকারি চাকরির ক্ষেত্রে জানুন আবেদনের নিয়ম।
Northeast Frontier Railway recruitment 2022: রেলে চাকরি করতে ইচ্ছুক? তবে নর্থইস্ট ফ্রন্টইয়ারে নিয়োগ শুরু হতে চলেছে। জুন মাসের ১ তারিখ থেকে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
কোন কোন জায়গায় যাবে আবেদন?
কাটিহার, আলিপুরদুয়ার, রাঙ্গিয়া, লামডিং, তিনসুকিয়া, নিউ বঙ্গানিয়ান ওয়ার্কশপে।
কীভাবে আবেদন করতে পারবেন?
nrf.indianrailways.gov.in - এই সাইটে আবেদন করা যাবে। NFR recruitment 2022 - ক্লিক করুন।
রেজিস্ট্রেশন ফর্ম দেখেই ক্লিক করুন।
প্রিন্ট অ্যাপ্লিকেশন জমা করুন।
সঙ্গে ডকুমেন্ট রাখতে হবে, স্ক্যান সই- ফটো - সঠিক আকারে রাখতে হবে।
আবশ্যিক যোগ্যতা
- বয়স- ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। সরকারি নির্ধারিত বয়স অনুযায়ী ছাড় দেওয়া হবে,
- দশম শ্রেণি পাস হতে হবে, ৫০% নম্বর নিয়ে,
- ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটের অধিকারী হতে হবে,
- আবেদন ফি ১০০ টাকা
আরও পড়ুন UPSC: ৭ বছর পর নারীশক্তির জয়জয়কার, দিনবদলের অপেক্ষায় শ্রুতি-অঙ্কিতারা
West Bengal Tourism: টুরিস্ট গাইডের পদে নিয়োগ চলছে। মালদা এবং উত্তরবঙ্গ এলাকায় লোক নিয়োগ করা হবে। পর্যটন বিভাগের সহায়তায় এই প্রথম টুরিস্টদের নির্বাচন এবং প্রশিক্ষণের পাশাপাশি নানা বিষয়ে লক্ষ্য রাখা হবে।
কোন কোন পদে আবেদন করা যাবে?
তাঁদের দক্ষতা পরীক্ষা করা হবে, প্রয়োজনে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে।
নতুন টুরিস্ট গাইড-
- চার সপ্তাহের ট্রেনিং দেওয়া হবে।
- বয়স হতে হবে ১৮ বছর
- রাজ্য সরকার এবং ভারত সরকারের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক এবং সামনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ইতিহাস/ পর্যটন এবং সংস্কৃতি সম্পর্কে জানতে হবে।
আরও পড়ুন Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে বিপুল নিয়োগ, জানুন কীভাবে আবেদন করবেন
ভেটেরান টুরিস্ট গাইড-
- দুই সপ্তাহের ট্রেনিং
- প্রার্থীর বয়স ১৮ হতে হবে।
- ইতিহাস/ পর্যটন এবং সংস্কৃতি সম্পর্কে জানতে হবে।
- অষ্টম শ্রেণি পাস
- তিন বছর গাইডের অভিজ্ঞতা, বৈধ শংসাপত্র থাকতে হবে।
অফিসিয়াল নোটিস: https://www.malda.gov.in/sites/default/files/notice/2022-05/scan1521.pdf >
বিশেষ উল্লেখ্য: যেকোনও জায়গার মানুষই আবেদন করতে পারবেন
বাড়ির বাইরে গিয়ে কাজের সুযোগ থাকবে