Advertisment

কেএমডিএ-তে ১৫০ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

স্বীকৃত পলিটেকনিক কিমবা এআইসিটিই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক হওয়া বাধ্যতামূলক। তার সঙ্গে কন্সট্রাকশন/ সুপারভিশন/ ম্যানেজমেন্ট -এ এক বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। 

author-image
IE Bangla Web Desk
New Update
kmda engineer recruitment

কেএমডিএ তে ১৫০টি শূন্য পদে ইঞ্জিনিয়ার নিয়োগ

কলকাতার মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটি (কেএমডিএ)-র প্রকল্পে ১৫০টি শূন্যপদে  জুনিয়র ইঞ্জিনিয়র নিয়োগ করা হবে। খুব শিগগির এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে www.mscwb.org এই ওয়েবসাইটে। সিভিল, মেকানিকাল এবং ইলেক্ট্রিকাল এই তিন ধরনের ইঞ্জিনিয়র নিয়োগ করা হবে।

Advertisment

শূন্যপদের সংখ্যা-

জুনিয়র ইঞ্জিনিয়র (সিভিল)- ১০০

জুনিয়র ইঞ্জিনিয়র (মেকানিকাল)- ২৫

জুনিয়র ইঞ্জিনিয়র (ইলেকট্রিকাল)- ২৫

শিক্ষাগত যোগ্যতা-

স্বীকৃত পলিটেকনিক কিমবা এআইসিটিই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক হওয়া বাধ্যতামূলক। তার সঙ্গে কন্সট্রাকশন/ সুপারভিশন/ ম্যানেজমেন্ট -এ এক বছরের অভিজ্ঞতা থাকা জরুরি।

বেতনক্রম- পে ব্যান্ড ফোর অনুযায়ী মূল বেতন ৯০০০-৪০৫০০ টাকা। গ্রেড পে- ৪৪০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা

আরও পড়ুন, RRB Recruitment 2019: লক্ষাধিক শূন্যপদ, ভোটের আগেই বিজ্ঞপ্তি রেলের

বয়স সীমা- পয়লা জানুয়ারি, ২০১৯-এ বয়স হতে হবে ২১ থেকে ৩২-এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি- ২২০ টাকা (আবেদন বাবদ ১৫০ টাকা, প্রসেসিং চার্জ ৫০ টাকা, ব্যাঙ্ক চার্জ ২০ টাকা)। তফশিলি জাতি উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য আবেদন ফি লাগবে না, শুধুমাত্র ৭০ টাকা দিতে হবে।

আবেদন পদ্ধতি- www.mscwb.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ।

government of west bengal Government Jobs
Advertisment