দেশের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কয়েক হাজার পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিকত্ব থাকা দেশের যে কোনও রাজ্যের বাসিন্দারাই এই চাকরিগুলিতে আবেদনের যোগ্য। এই চাকরিগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
Specialist Officer, Probationary Officers, Management Trainees পদে কর্মী নিয়োগ করা হবে। Central Bank of India, Bank of India, Bank of Baroda, Union Bank of India, Punjab National Bank-সহ আরও বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন- কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ চাই, ঢুকলেই মাসে বেতন প্রায় ১৫ হাজার
Probationary Officers, Management Trainees-এর ৩০৪৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও Specialist Officer-এর ১৪০২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা -
উপরোক্ত পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন- এরাজ্যেই স্বাস্থ্য বিভাগে তাক লাগানো চাকরি! আবেদনের যোগ্য কারা?
বয়সসীমা -
উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ১ অগাস্ট, ২০২৩-এর হিসেব অনুযায়ী ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
আরও পড়ুন- মাধ্যমিক ডিঙোলেই ক্লার্কের চাকরি! সরকারি দফতরে দারুণ সুযোগ মুঠোয়!
আবেদন পদ্ধতি -
উপরোক্ত চাকরিগুলিতে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীরা ipbsonline.ipbs.in সাইটটি দেখতে পারেন। ওয়েবফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আরও পড়ুন- Indian Bank-এ যেন সোনার চাকরি! সুযোগ হারালে পস্তাবেন!
আবেদনের শেষ তারিখ -
উপরোক্ত চাকরিগুলিতে আবেদনে শেষ তারিখ হল আগামী ২১ অগাস্ট, ২০২৩