দেশজুড়ে চাকরির বিপুল নিয়োগ! হাতের মুঠোয় রয়েছে অসংখ্য সুযোগ। AAI – Airport Authority of India – তে চাকরিতে আবেদন করতে পারেন আপনিও। জেনে নিন বিস্তারিত!
পদের নাম :- এয়ার কন্ট্রোল এক্সিকিউটিভ, জুনিয়র
শূন্যপদ :- ৪০০টি
বেতন :- পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। ৪০,০০০ থেকে ১,৪০,০০০। সঙ্গে HRA এবং সিপিএফ ছাড়াও মেডিক্যাল বেনিফিটস, সোশ্যাল সিকিউরিটি স্কিম।
বয়স :- ২৭ বছরের মধ্যে হতে হবে বয়স। কেবলমাত্র সংরক্ষিত আসনে বয়স একটু বাড়বে।
শিক্ষাগত যোগ্যতা :- কেবলমাত্র সাইন্স গ্রাজুয়েট যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
কোন কোন বিষয়ে ধ্যান রাখতে হবে:
সঠিক ফোন নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।
তিনমাসের মধ্যে তোলা কোনও ফটো পাসপোর্ট সাইজ সেটি সঙ্গে রাখতে হবে। এমনকি পরবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে ওই একই ছবি রাখতে হবে।
স্ক্যান করা সই রাখতে হবে। কালো কালিতে সই হতে হবে। পরিষ্কার এবং মার্জিত আকারের সই করতে হবে।
আবেদনের ওয়েবসাইট :- aai.aero – এইখানে আবেদন করা যাবে।
আবেদনের শেষ দিন – ১৪ই জুলাই, ২০২২
অফিসিয়াল নোটিশ :- [ https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/77651//Instruction.html ]