Advertisment

পরীক্ষার ফলাফল ঘোষণা করল ইন্ডিয়ান ব্যাঙ্ক

যাঁরা ইন্ডিয়ান ব্যাঙ্কের মেইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁদের ইন্টারভিউ দিতে হবে। ২৭ ডিসেম্বর ২০১৮ থেকে ২ জানুয়ারি ২০১৯ পর্যন্ত চলবে ইন্টারভিউ। ইন্টারভিউ-এর জন্য অ্যাডমিট কার্ড মিলবে ওয়েবসাইটে।

author-image
IE Bangla Web Desk
New Update
JOB

Indian Bank PO Mains results 2018: ইন্ডিয়ান ব্যাঙ্ক প্রোবেশনারি অফিসারের মেইন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় বসেছিলেন তাঁরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.indianbank.in-এ গিয়ে ফলাফল দেখতে পারবেন।

Advertisment

যাঁরা ইন্ডিয়ান ব্যাঙ্কের মেইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁদের ইন্টারভিউ দিতে হবে। ২৭ ডিসেম্বর ২০১৮ থেকে ২ জানুয়ারি ২০১৯ পর্যন্ত চলবে ইন্টারভিউ। ইন্টারভিউ-এর জন্য অ্যাডমিট কার্ড মিলবে ওই একই ওয়েবসাইটে। কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড।

আরও পড়ুন:  স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে আবেদনের আজ শেষ তারিখ

পরীক্ষা হয়েছিল গত ৪ নভেম্বর। গত ১৮ অক্টোবরে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল ব্যাঙ্ক।

জেনে নিন কীভাবে Indian Bank PO মেইন-এর রেজাল্ট ডাউনলোড করবেন

Step 1: অফিসিয়াল ওয়েবসাইট www.indianbank.in-এ যান

Step 2: ‘PO result link’-এর ওপর ক্লিক করুন

Step 3: রেজিস্ট্রেশন নম্বর এবং ফোন নম্বর দিন

Step 4: স্ক্রিনে ফলাফল দেখাবে

Step 5: ডাউনলোড করুন এবং প্রিন্ট আউট নিয়ে রাখুন

প্রিলিমস পরীক্ষা, মেইন এবং ইন্টারভিউ-এর নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীকে ইন্ডিয়ান ব্যাঙ্ক মনিপাল স্কুল অফ ব্যাঙ্কিং (IBMSB) থেকে ব্যাঙ্কিং এবং ফিন্যান্সে ৯ মাসের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার জন্য ডাকা হবে, পাশাপাশি তিনমাসের ইন্ডিয়ান ব্যাঙ্কের যেকোনও ব্রাঞ্চে ইন্টার্নশিপ করানো হবে।

Read the full story in English

Advertisment