গত ২০ ডিসেম্বর Group C ALP and Technician পরীক্ষার পুনর্মূল্যায়নে ফলাফল প্রকাশ করেছে দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। প্রার্থীরা রিজিওন বেসড ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। যাঁরা CBT (Computer Based Test) stage I-এ সফল হয়েছেন তাঁরা CBT stage II-এর পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষা হবে ২০১৯-এর ২০, ২২, ২৩ জানুয়ারি।
বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার চারদিন আগে থেকেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে মিলবে RRB ALP Technician second stage CBT-র অ্যাডমিট কার্ড। পরীক্ষা হবে আগামী ১৬ জানুয়ারি। পরীক্ষার ১০ দিন আগে আরআরবি-এর ওয়েবসাইট/এসএমএস/ইমেল মারফত কোন শহরে পরীক্ষা হবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পারবেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন: RRB ALP Technician Revised Result 2018 Date: RRB-র পুনঃমূল্যায়নের ফলাফল কবে, জেনে নিন
এর আগে ২ নভেম্বরই পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল বোর্ড, তবে প্রার্থীদের থেকে আনসার কী এবং ট্রানসলেশন সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আসায় তা বাতিল করা হয়েছে।
আরআরবি-এর তরফ থেকে জানানো হয়েছিল “আরআরবি ইতিমধ্যেই আনসার কী এবং কিছু প্রশ্ন সংক্রান্ত বেশ কিছু অভিযোগ পেয়েছে পরীক্ষার্থীদের কাছ থেকে। কাজেই এই বিষয়গুলোকে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।"
আরআরবি-এর দ্বিতীয় ধাপে CBT-র পরীক্ষা হবে দুটি পর্যায়ে - পার্ট-এ এবং পার্ট বি-র পরীক্ষার মোট সময় সীমা ২ ঘণ্টা ৩০ মিনিট। পার্ট এ পরীক্ষার সময়সীমা ৯০ মিনিট এবং পার্ট বি পরীক্ষার সময়সীমা ৬০ মিনিট।
প্রসঙ্গত, গ্রুপ-সি এর ৬৪,৩৭১ টি শূন্য আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রেলওয়ে মন্ত্রক। চাকরির পরীক্ষায় বসেছিলেন প্রায় ৩৭ লক্ষ প্রার্থী।
Read the full story in English
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন