Advertisment

মাধ্যমিক পাশেই মাথা ঘোরানো বেতন! বিমানবন্দরে নানা পদে কর্মী নিয়োগ

নজরকাড়া বেতনে বিমানবন্দরে চাকরি। খুঁটিনাটি জেনে চেষ্টা করতেই পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
AI Airport Services Ltd Recruitment 2023

বিমানবন্দরে একাধিক পদে চাকরি।

এবার এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। ন্যূনতম মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন জানানোর সুযোগ মিলছে। নড়রকাড়া বেতনে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাধিক পদে এই চাকরির জন্য বয়সসীমা-সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটিডের তরফে Duty Officer, Junior Officer- Passenger, Junior Officer-Technical, Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent Cum Ramp Driver, Handyman পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও চাকরির খবর- H.S পাশেই উচ্চ বেতনের চাকরি! কর্মী নিয়োগ রাজ্যের স্বাস্থ্য বিভাগে

Utility Agent Cum Ramp Driver পদে চাকরির জন্য আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পীরক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরই পাশাপাশি আবেদনকারীদের HMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে নির্ধারিত ছাড় দেওয়া হবে। এই পদে চাকরিতে মাসে ১৯,৩৫০ টাকা গড় বেতন মিলবে।

অন্যদিকে Handyman পদে চাকরির জন্য যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২৮ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় দেওযা হবে। এই পদে চাকরিতে মাসে গড়ে বেতন শুরু ১৭,৫২০ টাকা থেকে।

আরও চাকরির খবর- উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রের সংস্থায় মোটা মাইনের চাকরি, এরাজ্যেই নিয়োগ

এরই পাশাপাশি Duty Officer পদে চাকরির জন্য যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগে কাজের অন্তত বারো বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সর্বোচ্চ ৫০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। এই পদে চাকরিতে মাসিক বেতন গড়ে ৩২,২০০ টাকা থেকে শুরু।

এছাড়াও বাকি পদে নিয়োগের শর্তগুলি অফিসিয়াল এই নোটিফিকেশন লিংকে ক্লিক করে দেখে নিন-https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/42ceb3a1c730fa6e70ccb50d3606b61729a47a54e56c64e440176953a1e70a15.pdf
উপরোক্ত চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিংকেও ক্লিক করতে পারেন- https://www.aiasl.in/

আরও চাকরির খবর- মোটা মাইনের চাকরি, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘রূপশ্রী’তে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি:

উপরোক্ত চাকরিগুলির জন্য আগে থেকে আবেদনের প্রয়োজন নেই। ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে যথাস্থানে পৌঁছে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিতে পারেন। প্রযোজনীয় সব তথ্য দিয়ে আবেদনপত্রটি পূর্ণ করে ফেলুন। সব শেষে একটি খামে ভরে আবেদনপত্রটি সঙ্গে নিয়ে ইন্টারবিউস্থলে নির্ধারিত দিনে পৌঁছে যেতে হবে।

আরও চাকরির খবর- ঢালাও নিয়োগ এরাজ্যেও, কয়েক হাজার কর্মী নেবে কেন্দ্রের এই ব্যাঙ্ক

ইন্টারভিউয়ের দিন:

উপরোক্ত চাকরিগুলির জন্য ইন্টারভিউ শুরু হবে ৩ এপ্রিল ২ ০২৩ পর্যন্ত, চলবে ৭ এপ্রিল ২০২৩ পর্যন্ত। কোন চাকরির জন্য কবে ইন্টারভিউ হবে তা উপরোক্ত লিংকেই পেয়ে যাবেন। কোথায় ইন্টারভিউ হবে সেই তথ্যও অফিসিয়াল নোটিফিকেশন লিংকে পেয়ে যাবেন।

kolkata West Bengal Airport jobs
Advertisment