scorecardresearch

কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ, বেতন জানলে চমকে উঠবেন!

কেন্দ্রের অধীনস্থ এই সংস্থায় বিপুল নিয়োগ। বিস্তারিত জেনে আবেদন করতেই পারেন।

aiims nursing officer recruitment 2023
এবার এইমসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এবার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা কেন্দ্রীয় সরকারের এই প্রতিষ্ঠানে নার্সিং অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। Nursing Officer Recruitment Common Eligibility Test-এর মাধ্যমে এইমসে স্টাফ নার্স নিয়োগ করা হবে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

‘Nursing Officer’ পদে কর্মী নিয়োগ করবে এইমস। মোট ৩০৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরাজ্যের কল্যাণী এইমসেও ২৪টি শূন্যপদে নার্সিং অফিসার নিয়োগ করা হবে।

আরও চাকরির খবর- মাধ্যমিক পাশেই Post Office-এ চাকরি, বেতন জানলে চমকে উঠবেন!

শিক্ষাগত যোগ্যতা ও বেতন:

নার্সিং অফিসার পদে চাকরির জন্য প্রার্থীদের জিএনএম-এ ডিপ্লোমা, বিএসসি নার্সিং কিংবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং উত্তীর্ণ হতে হবে। এই পদে চাকরি মিললে কেন্দ্রীয় সরকারের পে কমিনের শেষ সুপারিশ মেনে বেতন দেওয়া হবে।

বয়সসীমা:

নার্সিং অফিসার পদে চাকরিপ্রার্থীদের ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আরও চাকরির খবর- চমকে দেওয়া বেতন! এবার কর্মী নেবে কলকাতা পুরসভা

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে AIIMS India-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করতে পারেন। ক্লিক করতে পারেন এই লিংকে-https://www.aiimsexams.ac.in/ ।এরপর নির্দেশবলী মেনে আবেদন করতে হবে।

আরও চাকরির খবর- বেতন ৩১ হাজার, কেন্দ্রের সংস্থায় উচ্চ মাধ্যমিক পাশেও কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ:

এই পদে আবেদনের শেষ তারিখ হল ৫ মে, ২০২৩।

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Aiims nursing officer recruitment 2023