মোট ৯টি বিভাগে ৪৬ জন কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সম্প্রতি নিজেদের ওয়েবসাইট – airindiaexpress.in এ এমনই বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। প্রথমে পাঁচ বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। প্রসঙ্গত, যে কোনও দেশেই পাঠানো হতে পারে কর্মীকে। সে ক্ষেত্রে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে নিজেকেই।
একাধিক পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া চলবে। আবেদন পাঠানোর পর, যোগ্যতা অনুযায়ী লিখিত পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ, প্রি এমপ্লয়মেন্ট এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়া চলবে। এরপরেই চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া হবে।
আরও পড়ুন: Air India Express Limited Recruitment: উচ্চমাধ্যমিক পাশ করে এয়ার ইন্ডিয়ায় চাকরির সুযোগ
পদ অনুযায়ী আসন সংখ্যা
অপারেশন– ২১, কামার্সিয়াল– ১, এয়ারপোর্ট সার্ভিস– ১০, ফ্লাইট সেফটি– ৩, ট্রেনিং– ২, ফিন্যান্স– ৩, ইঞ্জিনিয়ারিং– ৩, এইচ আর – ১, আইটি – ২
জেনে নিন আবেদন করবেন কীভাবে- আবেদন পত্র ফিলআপ করে প্রদত্ত ঠিকানায় পাঠাতে করতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা,
The Chief of HR
Air India Express Limited
Airlines House, Durbar Hall Road,
Near Gandhi Square,
Kochi- 682016
আগামী ১৫ ডিসেম্বর, ২০১৮-এর মধ্যে উপরের দেওয়া ঠিকানায় আবেদন পত্র পৌঁছাতে হবে।
প্রয়োজনীয় তথ্য
আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত তথ্যগুলি পাঠাতে হবে:
পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, দশম এবং দ্বাদশ শ্রেণির মার্কশিট, সার্টিফিকেট, অতিরিক্ত যোগ্যতা সংক্রান্ত তথ্য, জাতিগত শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি।
Read the full story in English
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন