Advertisment

Air India Express Limited Recruitment: উচ্চমাধ্যমিক পাশ করে এয়ার ইন্ডিয়ায় চাকরির সুযোগ

Air India Express Limited Recruitment 2018, Notification is Released: মাসে ১০,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং-এ সফল হলে মাসে ৬০ ঘণ্টা ওড়ার ভিত্তিতে ৩৬,৬৩০ টাকা দেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
air india, এয়ার ইন্ডিয়া

Air India Recruitment 2018

Air India Express Limited Recruitment for 86 Trainee Cabin Crew Post: বিমানে চাকরির জন্য এবার সুবর্ণ সুযোগ, উচ্চমাধ্য়মিক পাশ করলেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিমিটেডে চাকরির সুযোগ পেতে পারেন আপনি। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়েছে যে, ৮৬ জন ট্রেনি কেবিন ক্রু নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিমিটেড। প্রথমে চুক্তির ভিত্তিতে ট্রেনি নিয়োগ করা হবে।

Advertisment

শূন্যপদ: মোট ৮৬টি শূন্য পদের মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ৪৪টি (ওবিসিদের জন্য ২২টি, তপশিলি জাতির জন্য ১৪টি ও তপশিলি উপজাতির জন্য ৯টি) আসন রয়েছে।

বয়সসীমা: ১ ডিসেম্বর ২০১৮ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২২-এর মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণি বা তার সমতুল পাশ। পাশাপাশি হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজিতে স্বীকৃত ডিপ্লোমা, কেবিন ক্রু হিসাবে ওড়ার অভিজ্ঞতা বা ফার্স্ট এইড কোর্স সফলভাবে সম্পূর্ণ করে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: Indian Air Force Recruitment 2018: উচ্চমাধ্যমিক পাশেই মিলবে ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি

স্টাইপেন্ড এবং অন্যান্য: মাসে ১০,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং-এ সফল হলে মাসে ৬০ ঘণ্টা ওড়ার ভিত্তিতে ৩৬,৬৩০ টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: আবেদনকারীকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.airindiaexpress.in

৮ ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ জিসেম্বর। এই চাকরি সংক্রান্ত অন্যান্য শর্তাবলি এবং বিশদ জানতে ঘুরে আসুন www.airindiaexpress.in-এ। আবেদনের আগে সমস্ত তথ্য ভাল করে পড়ে নিন।

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Air India
Advertisment