এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেডে একাধিক শূন্যপদে নিয়োগ হতে চলেছে। সম্প্রতি প্রকাশিত একটি বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, ৬৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম সিকিউরিটি এজেন্ট। এক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। কলকাতা এয়ারপোর্টে ওয়াক-ইন পদ্ধতিতে প্রার্থী বাছাই করা হবে।
শূন্যপদ: পুরুষদের জন্য আসন সংখ্যা (অসংরক্ষিত ২৮, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১০) মহিলাদের জন্য আসন সংখ্যা ১৯ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ২ )
আরও পড়ুন: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৬৪ জনকে নিয়োগ করবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া
যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় গ্রাজুয়েট হতে হবে। পাশাপাশি ইংরাজি, হিন্দি ও স্থানীয়ভাষা জানতে হবে। বৈধ AVSEC সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা: এভিএসসিদের জন্য বয়সের উর্ধ্বসীমা ১ডিসেম্বর ২০১৮ তারিখে ৩১ বছর। নন এভিএসসিদের বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সবক্ষেত্রে তপশিলি জাতি/ উপজাতি ও ওবিস প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত ১৭০ সেন্টিমিটার। তপশিলি জাতি ও ওবিসিদের ক্ষেত্রে ১৬৫ সেন্টিমিটার। তপশিলি উপজাতি, উত্তর পূর্বাঞ্চল ও পার্বত্য এলাকার প্রার্থীদের ১৬২ সেন্টিমিটার।
মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত ১৫৭ সেন্টিমিটার। তপশিলি জাতি ও ওবিসিদের ক্ষেত্রে ১৫৫ সেন্টিমিটার তপশিলি উপজাতি, উত্তর পূর্বাঞ্চল ও পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ সেন্টিমিটার।
প্রার্থী বাছাই পদ্ধতি: এভিএসসিদের ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট, পার্সোনালিটি অ্যাসেসমেন্টের মাধ্যমে এবং নন এভিএসসিদের ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট, লেখা পরীক্ষা ও পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্টের মাধ্যমে বাছাই করা হবে।
আরও পড়ুন: ন্যাচারাল গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে চাকরির হদিশ
আবেদন ফি: ৫০০টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘AIR INDIA LTD’-এর নামে। জমা দিতে হবে কলকাতায়। তপসিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনা কর্মীদের ফি দিতে হবে না। ডিমান্ড ড্রাফটের পিছনের দিকে নাম, জন্মতারিখ ও মোবাইল নম্বর লিখতে হবে।
ওয়াক ইন-এর তারিখ, সময় ও স্থান: ৮ ডিসেম্বর ২০১৮ তারিখ। রেজিস্ট্রেশন হবে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
ঠিকানা: Play ground, Residential Complex, New Quarters, Airport Authority of India, 1 no Airport gate (VIP Road), Dum Dum, Kolkata-700052। এই দিনে আবেদন পত্র, ডিমান্ড ড্রাফট, সম্প্রতিক পাসপোর্ট মাপের তিনটি ছবি ও যাবতীয় প্রমানপত্রের আসল এবং ফটো কপি নিয়ে আসতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে- http://www.airindia.in/
ফর্ম ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে- http://www.airindia.in/writereaddata/Portal/career/644_1_Advetisement_for_Security_Agent_West_Bengal_as_sent_for_Upload_on_15Nov_2018.pdf
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Jobs News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে