Advertisment

এয়ারপোর্টে বিপুল বেতনে মারকাটারি চাকরি! সুযোগ হেলাফেলা করবেন না!

এয়ারপোর্টে একাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
airports economic regulatory authority of india 2023

বিমানবন্দরে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এবার এয়ারপোর্টে একাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Airports Economic Regulatory of India)-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

Director (Policy & Statistics) পদে কর্মী নিয়োগ করবে এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স, চাটার্ড কিংবা কস্ট অ্যাকাউন্টেন্সিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এই পদে চাকরিতে আবেদন করা যাবে। তবে এই চাকরির ক্ষেত্রে কেন্দ্র, রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আরও পড়ুন- লেখা পরীক্ষার বালাই নেই! ইন্টারভিউ ডিঙোলেই পোস্ট অফিসের ব্যাঙ্কে চাকরি পাকা!

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরির জন্য ৫৬ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। এই চাকরিতে মাসে বেতন হবে ১,২৩,১০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা।

Bench Officer (Legal) পদেও কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন নিয়ে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কোনও সরকারি সংস্থার হয়ে আইনি কর্মকাণ্ড চালানোর কাজের কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন- মাইনে জানলে মাথা ঘুরে যাবে! ভারত সরকারের ক্রীড়া মন্ত্রকে কর্মী নিয়োগ

বয়সসীমা ও বেতন-

এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫৬ বছর। এই পদে চাকরি মিলেল মাসে বেতন হবে ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা।

Private Secretary পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের কাজ জানা চাই।

আরও পড়ুন- কেন্দ্রের AIIMS-এ কর্মী নিয়োগ, নজরকাড়া এই চাকরিতে আবেদনের যোগ্য কারা?

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫৬ বছর। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা।

এছাড়াও Junior Hindi Translator পদেও কর্মী নিয়োগ করবে Airports Economic Regulatory Authority of India। এই পদে চাকরির জন্য আবেদনকারীদের হিন্দি বা ইংরেজি বিষয় থাকার পাশাপাশি হিন্দি বা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। একইসঙ্গে হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের ২ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

আরও পড়ুন- দেশের নির্বাচন কমিশনে ‘সেরার সেরা’ চাকরি, আবেদনের যোগ্য কারা কারা?

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরির জন্য ৫৬ বছরের মধ্যে বয়স হতে হবে। এই পদে চাকরিতে মাসে বেতন মিলবে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।

আবেদন পদ্ধতি-

এক্ষেত্রে অফিসিয়াল নোটিপিকেশনের লিংকে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি পূরণ একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্ধারিত দিনের আগে পাঠিয়ে দিতে হবে।

আরও পড়ুন- হবে না লেখা পরীক্ষা, ইন্টারভিউ ডিঙোলেই চাকরি! কেন্দ্রের DVC-তে কর্মী নিয়োগ

এক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করুন-https://aera.gov.in/

এছাড়াও এই চাকরি সংক্রান্ত নোটিফিকেশনিট দেখতে ক্লিক করুন এই লিংকে-https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/3ad2eae7548d3f8d56236ba6e56f1b4fedee60c126316b3c9a2b27082961a0df.pdf

আরও পড়ুন- স্বনামধন্য সংস্থা TATA-য় এযেন ‘সোনার চাকরি’! আবেদনের যোগ্য কারা?

আবেদন পাঠানোর ঠিকানা-

The Deputy Chief, Airports Economic Regulatory Authority of India, AERA Building, Administrative Complex, Safdarjung Airport, New Delhi-110003

আবেদনের শেষ তারিখ-

আগামী ২৮ জুন, ২০২৩-এর মধ্যে উপরোক্ত চাকরিগুলির জন্য আবেদন জানাতে হবে।

job Airport jobs
Advertisment