বিপুল কর্মী নিয়োগ করবে Amazon। ভারতের ৩৫টি শহরে ৮ হাজারের বেশি কর্মী নিয়োগ করতে চলেছে Amazon। কর্পোরেট, টেকনোলজি, কাস্টমার কেয়ার এবং অপারেশনস রোলে কর্মী নিয়োগ করা হবে, এমনটাই সংস্থা সূত্রে খবর।
Amazon এইচআর লিডার- কর্পোরেট, এপিএসি এবং এমইএনএ-র দীপ্তি ভার্মা জানিয়েছেন, দেশের ৩৫টি শহর যথাক্রমে, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, গুরগাঁও, মুম্বই, কলকাতা, নয়ডা, অমৃতসর, আহমেদাবাদ, ভোপাল, কোয়েম্বাটোর, জয়পুর, কানপুর, লুধিয়ানা, পুণে, সুরাতের মতো শহরে ৮ হাজার কর্মী সরাসরি নিয়োগ করা হবে।
দীপ্তি আরও বলেছেন, কর্পোরেট, টেকনোলজি, কাস্টমার কেয়ার এবং অপারেশনস রোলে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও মেশি লার্নিং অ্যাপ্লায়েড সায়েন্সেস-এর জন্য কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি সাপোর্ট ফাংশন যেমন, এইচআর, ফিনান্স, লিগ্যালের মতো বিভাগে কর্মী নিয়োগ করা হবে।
জানা গিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর কেরিয়ার ডে পালন করবে Amazon। ওইদিনই প্রচুর সংখ্যাক কর্মী নিয়োগ করে এই মার্কিন বহুজাতিক সংস্থা কর্মক্ষেত্রে নজির সৃষ্টি করতে চায়। বাকিদের দেখিয়ে দিতে, এই সংস্থায় কাজ করা খুবই আনন্দের বিষয়। একুশ শতকে কর্মসংস্থানের নিরিখে ভারতকে বিশ্বে এগিয়ে রাখতেই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে Amazon সূত্রে।
আরও পড়ুন কী করলে স্ট্রেস কমবে? ছাত্র-ছাত্রীদের পরামর্শ মমতার
তিনি জানিয়েছেন, ভারতে ২০ লক্ষ কর্মী নিয়োগের লক্ষ্য নিয়েছে সংস্থা। ডিরেক্ট এবং ইনডিরেক্ট পদ্ধতিতে ২০২৫ সালের মধ্যে এই কর্মী নিয়োগ সম্পন্ন হবে। ইতিমধ্যেই ভারতে ১০ লক্ষ কর্মী নিয়োগ করে ফেলেছে Amazon। বস্তুত, করোনা অতিমারির মধ্যে যখন সমস্ত কোম্পানি ধুঁকছে, সেইসময়ও Amazon ভারতে ৩ লক্ষ মানুষকে চাকরি দিয়েছে। গোটা নিয়োগ প্রক্রিয়া ভার্চুয়ালি করেছে সংস্থা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন