OFB Job Notification 2020: বিপুল সংখ্যক শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করল অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড (ওএফবি)। আজ থেকেই শুরু হল সেই পদে নিয়োগ প্রক্রিয়ার কাজ। মোট ৬০৬০টি শূন্যপদে নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট ofb.gov.in-এ। আবেদনের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি, ২০২০।
যাদের নির্বাচন করা হবে তাঁদের প্রাথমিকভাবে শিক্ষানবীশ পদে নেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
* প্রথমে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ofbindia.gov.in-এ যান
* সেখানে ‘news and update section’ সেকশনের ‘click here to apply for ordnance factories recruitment center..’ লিঙ্কটিতে ক্লিক করুন
* একটি নতুন পেজ খুলে যাবে
* সেখানে নিজের সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন
* ছবি দিয়ে ফর্ম ফিল আপ করুন
* পেমেন্ট করুন এবং সাবমিট করুন
আবেদনের ফি:
আগ্রহী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে ১০০ টাকা।
Read the full story in English