IOCL apprentice recruitment 2020: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) টেকনিকাল এবং নন টেকনিকাল শিক্ষানবিশের শূন্যপদগুলির জন্য আবেদন জানানোর আহ্বান জানিয়েছে ইন্ডিয়ান অয়েল সংস্থা। ভারত জুড়ে এর মাধ্যমে মোট ৪৩৬টি পদ পূরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট, iocl.com-এ আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া ২৩ নভেম্বর থেকে শুরু হয়েছিল এবং শেষ হবে ১৯ ডিসেম্বর।
শিক্ষানবিশ হওয়ার যোগ্য হওয়ার জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার তারিখ 3 জানুয়ারী, ২০২১। যারা পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হবেন, তাঁরা ট্রেড শিক্ষানবিস বা ডেটা এন্ট্রি অপারেটর ব্যতীত সকল বিভাগের জন্য ১২ মাসের মেয়াদে নিয়োগ হবে। প্রশিক্ষণ সেশনের জন্য নিয়োগ করা হবে ১৫ মাস।
বয়স: পদের জন্য আবেদন করতে সক্ষম হতে সর্বনিম্ন বয়স ১৮ বছর। সর্বাধিক ২৪ বছর। এসসি / এসটি / ওবিসি (এনসিএল) / পিডব্লুবিডি প্রার্থীদের সরকারী নিয়ম অনুসারে বয়সে শিথিলতা আছে।
লিখিত পরীক্ষায় একাধিক প্রশ্ন (এমসিকিউ) সহ ১০০ টি প্রশ্ন থাকবে। প্রশ্নগুলি ইংরেজি এবং হিন্দিতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করতে ৯০ মিনিট সময় পাবেন। বাছাই প্রক্রিয়াটিতে যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় সর্বনিম্ন ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। এসসি / এসটি / পিডাব্লুবিডি বিভাগের প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অর্জনের নম্বর ৩৫ শতাংশ হতে হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন