Indian Army SSC recruitment 2019: শর্ট সার্ভিস কমিশনের (এসএসসি) টেকনিক্যাল পদে এবং নন ইউপিএসসি ক্যাটেগরিতে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের সুযোগ রয়েছে আপনার সামনে। সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট ১৮৯টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। আবেদনের সময়সীমা ২২ অগাস্ট ২০১৯ পর্যন্ত।
প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে। যে সকল প্রার্থীরা নির্বাচিত হবেন, তাঁদের ৪৯ সপ্তাহের জন্য চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে।
শূন্যপদের বিবরণ:
শূন্যপদের বিস্তারিত বিবরণ
শিক্ষাগত যোগ্যতা:
নন টেক্যানিকাল পদের জন্য যে কোনও বিষয়ে স্নাতক প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে টেকনিক্যাল পদের জন্য নূন্যতম বিই কিংবা বিটেক ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা:
নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে।
কীভাবে আবেদন করবেন?
* ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে যান
* হোমপেজে ‘officer entry application log-in’ অপশনটিতে ক্লিক করুন
* সমস্ত তথ্য পূরণ করে রেজিস্টার করুন
* এরপর নিজের রেজিস্টার্ড নাম্বার দিয়ে লগ ইন করুন
* এরপর ড্যাশবোর্ডে 'apply’ অপশনটি ক্লিক করুন
* ফর্মটি পূরণ করুন এবং ‘save and continue’ করে শেষে ‘submit now’ করুন
প্রয়োজনীয় তথ্যাদি:
* অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট
* উচ্চমাধ্যমিকের স্বপ্রত্যায়িত (সেলফ অ্যাটেস্টেড) সার্টিফিকেট
* মাধ্যমিকের স্বপ্রত্যায়িত (সেলফ অ্যাটেস্টেড) সার্টিফিকেট
* ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বপ্রত্যায়িত (সেলফ অ্যাটেস্টেড) সার্টিফিকেট
* সমস্ত সেমিস্টারের স্বপ্রত্যায়িত (সেলফ অ্যাটেস্টেড) মার্কশিট ও সার্টিফিকেট
বেতনক্রম:
প্রশিক্ষণ চলাকালীন ১১,০৬৭ টাকা প্রতি সপ্তাহে দেওয়া হবে। পরবর্তীতে মাসিক ১.৭৭ লক্ষ টাকা বেতনক্রম পর্যন্ত দেওয়া হবে।
Read the full story in English