Advertisment

সিবিএসই বোর্ডে চাকরির বড় সুযোগ, বেতনক্রম ৪৫ হাজার টাকা

CBSE Jobs 2019: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন। আবেদনের শেষ তারিখ ১৬ ডিসেম্বর, ২০১৯। আগ্রহী প্রার্থীরা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিবিএসসি বোর্ডে নিয়োগ। এখনই আবেদন করুন

CBSE Recruitment Notification 2019: শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে আবেদন। আগ্রহী প্রার্থীরা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। মোট ৩৫৭টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করছে সিবিএসই। আবেদনের শেষ তারিখ ১৬ ডিসেম্বর, ২০১৯।

Advertisment

আরও চাকরির খবর পড়ুন, এখানে

প্রার্থীদের প্রথমে লিখিত একটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ পর্বে ডাক পাবেন নির্বাচিত প্রার্থীরা। লিখিত পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের পেতে হবে ৪৫ শতাংশ নম্বর।

শূন্যপদের বিস্তারিত তথ্য:

অ্যাসিস্টেন্ট সেক্রেটারি- ১৪

অ্যাসিস্টেন্ট সেক্রেটারি (আইটি)- ৭

অ্যানালিস্ট (আইটি)- ১৪

জুনিয়র হিন্দি ট্রানস্লেটর- ৬০

সিনিয়র অ্যাসিস্টেন্ট- ৬০

স্টেনোগ্রাফার- ২৫

অ্যাকাউন্টেন্ট- ৬

জুনিয়র অ্যাসিস্টেন্ট- ২০৪

জুনিয়র অ্যাকাউন্টেন্ট- ১৯

আরও পড়ুন- বিপুল সংখ্যক অফিসার নিয়োগ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে

কীভাবে আবেদন করবেন?

* প্রথমে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট- cbse.nic.in এ যান

* সেই ওয়েবসাইটের হোমপেজে ‘recent announcement’ অপশনটির ‘apply online’-এ ক্লিক করুন

* ভালো করে সমস্ত নির্দেশাবলী পড়ুন। এরপর ‘start’ বাটনটি ক্লিক করুন

* নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিবরণ দিয়ে সাবমিট করুন

* নতুন রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ-ইন করুন

* এরপর একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাওয়া যাবে। সেই ফর্মটি পূরণ করুন। ছবি আপলোড করুন সেখানে।

* পেমেন্ট করুন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন

বেতনক্রম:

অ্যাসিস্টেন্ট সেক্রেটারি পদের জন্য মাসিক বেতন ৩৯,১০০ টাকা, সঙ্গে অ্যাডিশনাল গ্রেড পে ৬,৬০০ টাকা।

Read the full story in English

Government Jobs
Advertisment