কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারত পেট্রোলিয়ম কর্পোরেশন লিমিটেড অ্যাপ্রেনটিস নিয়োগ করবে। গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসের প্রশিক্ষণ দিতেই এই নিয়োগ। নজরকাড়া স্টাইপেন্ড দিয়ে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য এই প্রতিবদেনে দেওয়া হল।
Graduate Apprentices এবং Technician (Diploma/Non Graduate Apprentices)-এর প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন- কয়েক হাজার Clerk নেবে ব্যাঙ্ক, শেষ দিন পেরনোর আগে করুন Apply
Graduate Apprentices-এর প্রশিক্ষণ নিতে গেলে সংশ্লিষ্ট বিভাগে ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ হওয়ার ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, Technician (Diploma/Non Graduate Apprentices) পদে প্রশিক্ষণের জন্যও ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট বিভাগগুলিতে উত্তীর্ণ হওয়ার ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন- মোটা টাকা মাইনে, রাষ্ট্রায়ত্ত সংস্থা সেন্ট্রাল ব্যাঙ্কে এযেন সোনার চাকরি!
বয়সসীমা ও স্টাইপেন্ড:
এই প্রশিক্ষণ নিতে আবেদনকারীদের ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। Graduate Apprentices-দের মাসে ২৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।Technician Apprentices-দের মাসে ১৮,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
আরও পড়ুন- কয়েক হাজার Clerk নেবে ব্যাঙ্ক, শেষ দিন পেরনোর আগে করুন Apply
আবেদন পদ্ধতি:
এই দুটি বিভাগে প্রশিক্ষণ নিতে গেলে অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ:
উপরোক্ত দুটি বিভাগে প্রশিক্ষণ নিতে আগ্রহী প্রার্থীদের আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।