New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/bob-759.jpg)
ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্কের সংযুক্তির সিদ্ধান্ত ঘোষিত হয়েছে সেপ্টেম্বরে
Bank of Baroda Recruitment 2018, Vacancy Available for 913 Posts: লিগাল, ওয়েল্থ, ম্যানেজমেন্ট সার্ভিসেস, সেলস এবং ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস সহ একাধিক পদে চাকরির জন্য আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা।
ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্কের সংযুক্তির সিদ্ধান্ত ঘোষিত হয়েছে সেপ্টেম্বরে
Bank of Baroda Recruitment 2018, Vacancy for 913 Specialist Officers: চাকরির সুবর্ণ সুযোগ দিচ্ছে এই ব্যাঙ্ক। ৯১৩ টি শূন্যপদে (scale I, scale II to scale III) চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে দ্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BoB)। লিগাল, ওয়েল্থ, ম্যানেজমেন্ট সার্ভিসেস, সেলস এবং ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস সহ একাধিক পদে চাকরির জন্য আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা।
নির্বাচিত প্রার্থীকে অন্তত ১ বছরের প্রোবেশন পিরিয়ডে থাকতে হবে। উল্লেখ্য, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যাঁদের ৬ মাসের কম কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদন করবেন না।
আরও পড়ুন: UP Assistant Teacher Recruitment 2018: প্রায় ৭০ হাজার সহ শিক্ষক নিয়োগ করবে যোগী সরকার
পদ অনুযায়ী আসন সংখ্যার বিস্তারিত
লিগাল: MMG – স্টেজ থ্রি ২০
লিগাল: MMG – স্টেজ টু ৪০
ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস (sales) – স্টেজ টু ১৫০
ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস (sales) – স্টেজ ওয়ান ৭০০
ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস (operations) – স্টেজ টু ১
ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস (operations) – স্টেজ ওয়ান ২
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে একটি অনলাইন টেস্ট দিতে হবে প্রার্থীদের। এই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। এক্ষেত্রে যদি উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয় তবে ইন্টারভিউ-এর আগে আরও একটি রাউন্ড হবে, সেখানে সাইকোমেট্রিক (psychometric) টেস্ট বা গ্রুপ ডিসকাসনের মধ্যে যেকোনও একটি বা দুটি রাউন্ডে বসতে হবে প্রার্থীদের।
সার্ভিস বন্ড: প্রার্থীদের একটি বন্ড অর্থাৎ চুক্তিপত্রে সাক্ষর করতে হবে। চুক্তিপত্র অনুযায়ী, চাকরিতে যোগ দেওয়ার পর অন্তত তিন বছর ওই সংস্থায় কাজ করতে হবে তাঁকে। তবে কোনও কারণে এই সময়কালের আগে চাকরি ছাড়লে অফিসিয়াল নোটিশ অনুযায়ী ওই ব্যক্তিকে দেড় লক্ষ টাকার জরিমানা দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা হবে।
লিগাল: MMG – স্টেজ থ্রি-স্টেজ টু: ল-তে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস (sales) – স্টেজ টু: মার্কেটিং বা সেলস বা রিটেইলে MBA বা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে। অথবা ব্যাঙ্কিং বা ফিনান্সে একবছরের ডিপ্লোমা সহ গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস (sales) – স্টেজ ওয়ান: সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে।
ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস (operations) – স্টেজ টু: মার্কেটিং বা সেলস বা রিটেইলে দু বছরের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস (operations) – স্টেজ ওয়ান: মার্কেটিং বা সেলস বা রিটেইলে দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
প্রার্থাকে আবেদন করা পদের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বিস্তারিত জানুন:
লিগাল: MMG – স্টেজ থ্রি: কমার্সিয়াল ব্যাঙ্কের লিগাল ডিপার্টমেন্টে ল অফিসার হিসাবে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
লিগাল: MMG – স্টেজ টু: Tকমার্সিয়াল ব্যাঙ্কের লিগাল ডিপার্টমেন্টে ল অফিসার হিসাবে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস (sales) – স্টেজ টু: সেলস/ওয়েল্থ ডিস্ট্রিবিউশন/ মিউচুয়াল ফান্ড/ইন্সিওরেন্স প্রোডাক্ট বা ব্যাঙ্কিং-এ চার বছরের কাজের অভিজ্ঞতা
ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস (sales) – স্টেজ ওয়ান: সেলস/ওয়েল্থ ডিস্ট্রিবিউশন/ মিউচুয়াল ফান্ড/ইন্সিওরেন্স প্রোডাক্ট বা ব্যাঙ্কিং-এ দু বছরের কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয়।
ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস (operations) – স্টেজ টু: এই সংক্রান্ত কাজে অন্তত পাঁছ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ওয়েল্থ ম্যানেজমেন্ট সার্ভিসেস (operations) – স্টেজ ওয়ান: প্রার্থীদের এই ফিল্ডে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
জেনে নিন কীভাবে আবেদন করবেন স্পোশাল অফিসার পদের জন্য।
Step 1 – অফিসিয়াল ওয়েবসাইট – bankofbaroda.com-এ ভিজিট করুন
Step 2 – এবার হোম পেজের ওপরের দিকে ডান দিকের কোনায় কেরিয়ার লেখা অপশনে ক্লিক করুন।
Step 3 – নতুন পেজ খুললে স্ক্রোল করে নিজের দিকে আসুন, সেখানে ‘Recruitments’ অপশনটি পাবেন
Step 4 – ‘Recruitments’ -এর তলায় ‘current opportunity’ লেখা লিঙ্কে ক্লিক করুন
Step 5 – ফের নতুন একটি পেজ খুলবে, সেখানে প্রথম অপশন Detailed Advertisement-এ ক্লিক করুন।
Step 6 – একটি পিডিএফ পেজ খুলবে এবার ওপরের দিকে ‘click here to apply’-এর পাশে দেওয়া https://ibpsonline.ibps.in/bobsplnov18/ লিঙ্কে ক্লিক করুন।
আবেদনের আগে এই সংক্রান্ত সমস্ত তথ্য ভাল করে পড়ে নিন।
আগামী ২৬ ডিসেম্বর ২০১৮-র মধ্যে সংস্থার ওয়েবসাইট – bankofbaroda.com-এর মাধ্যমে আবেদন জমা করতে হবে।
Read the full story in English
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন