ভারত সরকারের অধীনে ইন্ডিয়ান ব্যাংকে প্রচুর পরিমাণে নিয়োগ চলছে। একটি নয়, নানা ভিন্নপদে রয়েছে চাকরির সুযোগ। পুরুষ এবং মহিলা সকলেই শুন্য পদে আবেদন করতে পারবেন। জেনে নিন বিস্তারিত।
আবশ্যিক যোগ্যতা:-
বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছর। সরকারি বয়সের দিকে SC ST OBC এরা ছার পাবে। ভারতের বাসিন্দা হলেই এই পদে আবেদন করতে পারবে।
বেতন :- বেতন দেওয়া হবে কাজের যোগ্যতা বুঝেই - ৩৬,০০০ থেকে ৮৯৮৬০ টাকা পর্যন্ত। এছাড়া TA DA দেওয়া হবে না।
আবেদনের পদ্ধতি এবং নিয়ম :- অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। বেশ কিছু স্টেপ রয়েছে।
ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল পেজে যেতেই হবে। এরপর careers page অপশনে ক্লিক করতে হবে। Recruitment special officers এর লিঙ্ক ক্লিক করে, new registration এর মাধ্যমেই আবেদন করতে হবে।
যে ডকুমেন্ট সঙ্গে রাখবেন?
আঁধার কার্ড ( পাসপোর্ট থাকলে সেটির প্রথম পাতা )
তিনমাসের ছবি পাসপোর্ট সাইজের
কালো পেন দিয়ে স্ক্যান করা সই এবং বার্থ সার্টিফিকেট। প্রতিটি স্ক্যান যেন ১০০ থেকে ২০০ কেবির মধ্যে হয়।
আবেদন করার পর প্রিন্ট আউট বের করে রাখবেন। এটি পরবর্তীতে কাজে লাগবে।
শিক্ষাগত যোগ্যতা:- অন্তত পক্ষে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হতেই হবে।
নিয়োগ পদ্ধতি:- প্রার্থীদের লেখা পরীক্ষা হবে এবং পরবর্তীতে যারা সিলেক্ট হবেন তাদের ইন্টারভিউ কল করা হবে। তার পরেই ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে।
আবেদনের শেষ তারিখ :- ১৪ই জুন ২০২২
অফিসিয়াল নোটিশ - < https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/wp-content/uploads/2022/05/Detailed-Advertisment-for-Recruitment-of-Specialist-Officers.pdf >