একাধিক কর্মী নিয়োগ করবে ভারত হেভি ইলেক্ট্রিক্যালস (BHEL)। সম্প্রতি গ্রাজুয়েট এবং ডিপ্লোমা ডিগ্রি আছে এমন প্রার্থীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জানুয়ারি, ২০১৯। আগ্রহী প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানুন, ওয়েবসাইটটি হল www.bhelbpl.co.in।
প্রার্থীদের আবেদন জমা দিতে অনলাইনে আবেদন করতে হবে। এরপর অনলাইন অ্যাকনলেজমেন্ট স্লিপের কপি এবং প্রয়োজনীয় তথ্যের সেলফ অ্যাটেস্টেড করা কপি পাঠাতে হবে এই ঠিকানায়: Post Box No-35, Post office, Piplani, BHEL Bhopal 462022 (M.P.)। খামের ওপরে লিখুন “Application for GGT/Diploma Apprentices 2019-20”।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ করলেই চাকরি পাবেন এয়ারফোর্সে
BHEL recruitment 2019: প্রয়োজনীয় তথ্য
আবেদনের জন্য কী কী প্রয়োজন তা জেনে নিন নিচের ওয়েবসাইট থেকে
আসন সংখ্যার বিস্তারিত
স্নাতক স্তরের জন্য
মোট – ১৩৮
কেমিক্যাল ইঞ্জনিয়র – ১
সিভিল ইঞ্জিনিয়র – ৩
কম্পিউটর সাইন্স অ্যাপ্লিকেশন– ৪
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়র– ৪৩
ইলেক্ট্রনিকস এবং টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়র– 13
ইন্ডাস্ট্রিয়াল – ৭
ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং– ১
ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইঞ্জিনিয়ারিং– ১
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ৬০
মেটালার্জি ইঞ্জিনিয়ার– ২
ডিপ্লোমাদের জন্য
মোট – ৯১
সিভিল ইঞ্জিনিয়ার – ৫
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার– ৪৩
ইলেকট্রনিকস এবং টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ার– ২
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার – ৪০
মর্ডান অফিস ম্যানেজমেন্ট – ২০
BHEL recruitment 2019: যোগ্যতা:
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের পদে আবেদনের জন্য ৭০ শতাংশ নম্বর নিয়ে প্রার্থীকে ব্যাচেলর ডিগ্রি (B.E/ B.Tech) পেতে হবে। SC/ST দের ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
টেকনিশিয়ান ক্যাটাগরির প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বা অফিস ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকতে হবে। এক্ষেত্রে ডিস্টেন্স বা করেসপন্ডেন্স কোর্সের ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
BHEL-এর কর্মীদের ছেলে/মেয়ে/স্বামী/ স্ত্রীরা নিয়ম অনুযায়ী নম্বরে ছাড় পাবেন।
যাঁরা ২০১৬-র জুনের আগে B.E./B.Tech./ Diploma পুরো করেছেন তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
BHEL recruitment 2019: কীভাবে আবেদন করবেন
Step 1: অফিসিয়াল ওয়েবসাইট www.bhelbpl.co.in এ যান
Step 2: হোম পেজে ‘Jobs and career’-এর ওপর ক্লিক করুন
Step 3: একটা নতুন পেজ খুলবে, সেই পেজের নিচের দিকে ‘Engagement of graduate and diploma apprentice’ লিঙ্কে ক্লিক করুন
Step 4: ‘New applicants’ ক্যাটাগরির নিচে অ্যাপ্লাই লেখা বোতামে ক্লিক করুন
BHEL recruitment 2019: বেতনক্রম
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস প্রতিমাসে ৬,০০০ টাকা করে পাবে এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পাবে ৪,০০০ টাকা।
Read the full story in English